লিমিটেড টাইম ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে Nothing Ear 1, তাড়াতাড়ি করুন

Nothing Ear 1 ShresthoTech

এই বছরের প্রথম দিকেই Nothing লঞ্চ করে দিয়েছিল তাদের প্রথম অডিও প্রডাক্ট, Nothing Ear 1। এর স্বচ্ছ ডিজাইন, ইউনিক ফিচারস এর জন্য আমাদের সকলেরই নজর কেড়েছিল এই প্রোডাক্টটি। এবার এই প্রোডাক্ট এর দাম আরো কমিয়ে দেওয়া হল। লঞ্চের সময়ের দাম রাখা হয়েছিল 5,999 টাকা। কিন্তু পরবর্তীকালে খরচ বৃদ্ধির জন্য এই প্রোডাক্ট এর দাম বাড়িয়ে দেওয়া হয়েছিল 1,000 টাকা। এবার মাত্র কিছুদিনের জন্য এই প্রোডাক্টটি কে ডিসকাউন্ট অফার এর মধ্যে পাওয়া যাচ্ছে। 

লিমিটেড টাইমের জন্য Nothing Ear 1 পাওয়া যাচ্ছে ডিসকাউন্টে

দাম বৃদ্ধির পর Nothing Ear 1-এর দাম হয়ে যায় 6,999 টাকা। তবে এবার ফ্লিপকার্ট এর মাধ্যমে আপনি এই প্রোডাক্টটিকে অত্যন্ত কম দামে কিনতে পারবেন। আপনাকে খরচ করতে হবে মাত্র 6,299 টাকা। শুধু মাত্র এখানেই থেমে থাকছে না ডিসকাউন্ট। আপনার কাছে যদি ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি 10% অ্যাডিশনাল ডিসকাউন্ট পেয়ে যাবেন এই Nothing Ear 1-এর বর্তমান দামের উপর।

তার সাথে Gaana Plus সাবস্ক্রিপশন থাকছে। রয়েছে নো কস্ট ইএমআই এর ব্যবস্থাও। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি আনলিমিটেড 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন। আর ফ্লিপকার্ট এর প্রথম পে-লেটার অর্ডারে 15% ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধাও রয়েছে এই প্রোডাক্ট এর ক্ষেত্রে।  

আরো বেশ কিছু ডিসকাউন্ট অফার রয়েছে এই প্রোডাক্টে। কেনার আগে অবশ্যই সেটা খেয়াল করে নেবেন। যেগুলো এই প্রোডাক্ট এর দাম বেশ কিছুটা কমিয়ে দিতে সাহায্য করবে। 

জেনেনিন : ঘোষণা হল অফিসিয়াল লঞ্চ ডেট, বাজার কাঁপাতে আসছে Bounce Electric Scooter

কত দিন চলবে এই অফার? 

এই অফার চলবে নভেম্বরে 29 তারিখ পর্যন্ত। নিঃসন্দেহে আপনি যদি দামবৃদ্ধির পরও এই প্রোডাক্টটি কিনবেন ভাবেন তাহলে এইটা আপনার জন্য দারুন সুযোগ। এবার এক নজরে দেখে নেওয়া যাক Nothing Ear 1-এর স্পেসিফিকেশন্স। 

Nothing Ear 1-এর স্পেসিফিকেশন্স

Nothing Ear 1-এর মধ্যে রয়েছে 11.6mm এর ডায়নামিক ড্রাইভারস, ব্লুটুথ 5.2-এর সাপোর্ট, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশ, ট্রান্সপারেন্সি মোডও। রয়েছে টাচ কন্ট্রোল। এই টাচ কন্ট্রোলের সাহায্যেই খুব সহজে নয়েজ ক্যান্সলেশন, ট্রান্সপারেন্সি মোড, ভলিউম, প্লেব্যাক সমস্ত কিছু কন্ট্রোল করতে পারে যাবে।

এমনকি USB Type-C ব্যবহার করে ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। যেটা 10 মিনিটের চার্জে 8 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে এমনই ক্লেইম করছে   নাথিং। খুব শীঘ্রই নাথিং তাদের Ear 1-এর ব্ল্যাক ভেরিয়েন্ট লঞ্চ করবে শোনা গেলেও এখনো পর্যন্ত মার্কেটে সেটা লঞ্চ করা হয়নি। তাই শুধুমাত্র ট্রান্সপারেন্ট কালারেই আপনি এখন কিনতে পারবেন এই প্রোডাক্টটি।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!