এখন কার দিনে নানান গ্যাজেট পাওয়া যাচ্ছে। এগুলি গিফট হিসাবেও অসাধারণ। প্রিয় মানুষটির জন্মদিন হোক বা আত্মীয় পরিজনদের বিভিন্ন অনুষ্ঠান। যে কোন ক্ষেত্রেই আমরা ভাবতে থাকি কেমন গিফট দেওয়া যায়।
সেই গিফট হাসবেন্ড এর জন্যই হোক (best gifts for husband) বা ওয়াইফের (Best gifts for wife) জন্য। অথবা কোনো প্রিয়জনের জন্মদিন উপলক্ষেই গিফট (best gifts for birthday) হোক।
আপনি যদি অসাধারণ কিছু টেক গিফট কেনার কথা ভাবছেন। তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের আর্টিকেল আপনাদের জানাবো বেশ কিছু Amazing Tech Gifts। আর মজার ব্যাপার হল এগুলির দামও সকলের সাধ্যের মধ্যেই।
কম দামে কিছু অসাধারণ টেক গিফট আইডিয়া
Mi Beard Trimmer
Xiaomi সংস্থার এটি একটি অসাধারণ ট্রিমার। এটিতে আপনি পেয়ে যাবেন স্টেনলেস স্টিল ব্লেড, 30mm Cutter Width। এটির সাথে রয়েছে 2 beard combo। এর লেন্থ সেটিং এর কথা বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন 0.5 থেকে 20 mm range।
একই সাথে এটিতে রয়েছে 800 mAh ব্যাটারি যেটি চার্জ হতে সময় লাগে 2 ঘণ্টা। এবং 90 মিনিট পর্যন্ত এটি ব্যবহার প্রদান করে। ব্যাটারি ইন্ডিকেটর রয়েছে। এছাড়া এটিতে আপনি পেয়ে যাবেন IPX7 water proof এর সুবিধা। এর দাম জানতে ক্লিক করুন এখানে।
Realme Smart Plug
এটি একটি অসাধারণ স্মার্টপ্লাগ। এটিতে রয়েছে রিমোট ওয়াইফাই কন্ট্রোল সুবিধা। একই সাথে এটি আপনি নির্ভাবনায় ব্যবহার করতে পারেন কারন এতে রয়েছে 5-layer সেফটি প্রোটেকশন। এছাড়াও এটিতে আপনি পেয়ে যাবেন গুগোল অ্যাসিস্ট্যান্ট এবং আলেক্সা সাপোর্ট। এর দাম জানতে ক্লিক করুন এখানে।
এছাড়াও দেখে নিন : অল্প দামে বেস্ট ইয়ার বাডস কোনগুলি, কেনার আগে অবশ্যই দেখেনিন
Mi Smart Band 5
এটিতে আপনি পেয়ে যাবেন ডাইনামিক লার্জ কালার ডিসপ্লে, 11 টি স্পোর্টস মোড, 50 মিটার পর্যন্ত water-resistant সুবিধা।এছাড়াও রয়েছে স্ট্রেস মনিটরিং এর সুবিধা। এর একটি সিঙ্গেল চার্জে এটি আপনি 14 দিনের অসাধারণ ব্যাটারি ব্যাকআপ পাবেন।
এছাড়াও রয়েছে মিউজিক প্লে ব্যাক এর সুবিধা, ফাইন্ড মাই ফোন থেকে শুরু করে ইনকামিং কল নোটিফিকেশন ছাড়াও যাবতীয় কার্যকলাপ আপনি এটির মাধ্যমে করতে পারবেন। এর দাম জানতে ক্লিক করুন এখানে।
Mi Portable Electric Air Compressor
আপনি যদি সাইকেলিং করতে ভালোবাসেন তাহলে এটি আপনার জন্য একটি অসাধারণ গেজেট। ABS মেটারিয়ালস এর উপর নির্ভর করে এটি তৈরি করা হয়েছে এটির ওজন 450 গ্রাম। এটিতে আপনি পেয়ে যাবেন 2000mh এর অসাধারণ ব্যাটারি এবং পাওয়ার বাটন।
এটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে 3 ঘণ্টা। এটির মাধ্যমে আপনি আপনার বাইসাইকেলের 8 টি টায়ারে এবং আপনার গাড়ির 5 টি টায়ারে সম্পূর্ণ ভাবে হওয়া দিতে সক্ষম হবেন। বর্তমানে এটির দাম 2,499 টাকা।
OnePlus Bullet Wireless Z Series Reverb Red-Bass Edition
এটি IP55 এর উপর নির্ভর করে তৈরি করা হয়েছে অর্থাৎ হালকা জলের ছিটা বা সামান্য ঘামে এটির কোনো ক্ষয়ক্ষতি হবে না। জিম করার ক্ষেত্রে আপনি এটি নির্ভাবনায় ব্যবহার করতে পারেন। এটিতে আপনি একটিমাত্র সিঙ্গেল চার্জে 17 ঘন্টা মিউজিক প্লেব্যাকে সুবিধা উপভোগ করতে পারবেন।
এটি চার্জ হতে সময় লাগে মাত্র 10 মিনিট এবং ওজন 28 গ্রাম মাত্র। এরই সাথে এটিতে আপনি পেয়ে যাবেন Quick Switch, Volume, skip track, phone calls, voice Assistant এর সুবিধা। এটিতে পেয়ে যাবেন টাইপ C পোর্ট। এর দাম জানতে ক্লিক করুন এখানে।
এছাড়াও দেখে নিন : Free Fire সম্পর্কে এই হতবাক করা তথ্যগুলি জানেন কি? ফ্রি ফায়ার অজানা কাহিনী
আপনার প্রিয়জন টেক স্যাভি হোক। বা নরমাল ইউজার। এই অসাধারণ টেক গিফট গুলি তার ভালো লাগবেই। তাই অল্প দামে আপনি যদি ভালো টেক প্রোডাক্ট গিফট হিসাবে দিতে চান তাহলে আর দেরি নয়।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।