শেষ হল Apple এর Spring Loaded Event, দেখেনিন নতুন iPad Pro, Apple TV 4K, AirTags, iMac সম্পর্কে বিস্তারিত

latest ipad pro imac airtags apple tv 4k apple podcast announced in apple spring loaded event

অবশেষে হয়ে গেল সেই বহু প্রতীক্ষিত Apple Spring Loaded ইভেন্ট। এই ইভেন্ট সম্পর্কে অ্যাপেলের তরফ থেকে অফিসিয়াল এনাউসমেন্ট করার আগেই তার ডেট ফাঁস করে দিয়েছিল সিরি, Apple এর নিজস্ব ভার্চুয়াল এসিস্ট্যান্ট। তারপর থেকেই অ্যাপেল লাভারদের মধ্যে এই ইভেন্ট সম্পর্কে উত্তেজনা বাড়তে থাকে। একের পর এক লিক্সও বেরিয়ে আসতে থাকে ইভেন্ট সম্পর্কে।

অবশেষে Apple Spring Loaded ইভেন্টে অনেক ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম। চলুন দেখে নেওয়া যাক এই ইভেন্টে কোন কোন প্রোডাক্ট লঞ্চ হল। বা কোন কোন আপডেট আমরা জানতে পারলাম অ্যাপেল এর তরফ থেকে। 

Apple Spring Loaded ইভেন্টে আমরা কি পেলাম ?

এই ইভেন্টে কোন কোন প্রোডাক্ট লঞ্চ হল। বা কোন কোন আপডেট আমরা জানতে পারলাম অ্যাপেল এর তরফ থেকে?

এনহান্সড Apple Podcast অ্যাপ

প্রথমে যে বিষয়টা সম্পর্কে জানায় সেটা হচ্ছে তাদের Podcast অ্যাপ্লিকেশনের নতুনত্ব আনা হয়েছে। Apple জানায় তারা Apple Podcast অ্যাপ্লিকেশনকে আরও এনহান্স করছে। তারা নতুন ডিজাইন করছে এবং তার মধ্যে এনহ্যান্স ফিচারস নিয়ে আসছে। যেমন আসছে সরাসরি পডকাস্ট সার্চ করার অপশন। তেমনই এসেছে Smart Play অপশন। তার মধ্যে যেটা নিঃসন্দেহে পডকাস্ট লাভারদের জন্য অত্যন্ত খুশির খবর। অ্যাপেল তাদের Podcast Subscription অ্যানাউন্স করেছে। যেটা May মাস থেকেই বিশ্বের 170 টি দেশের জন্য roll-out করে দেওয়া হয়ে যাবে। 

নতুন iPhone 12 কালার ভেরিয়েন্ট

শুধু মাত্র এখানেই থেমে থাকেনি তারা। আইফোন এর ক্ষেত্রে আরও একটি নতুন ঘোষণা করেছে। এতদিন পর্যন্ত iPhone 12 Blue, Black, Red, Green এবং White। এই ক’টি কালারে পাওয়া যাচ্ছিল। এবার সেই কালার গুলোর সাথে যোগ হল নতুন এক Purple কালার ভেরিয়েন্ট। দারুন লাগছে দেখতে সেটা। আর আপনি চাইলে এই iPhone 12 Purple কালার ভেরিয়েন্ট pre-order করতে পারবেন 23 April বিকাল 5:30 থেকে। নিঃসন্দেহে এই কালার অসাধারণ দেখতে লাগছে এই আইফোনে। 

AirTags

এরপর অ্যাপেল নিয়ে চলে এসেছে তাদের সেই বহু প্রতীক্ষিত AirTags। যেটা বেসিক্যালি একটা খুব ছোট্ট ট্রাকিং ডিভাইস। এটি রীতিমতো খুব ছোট্ট। আর এই AirTags ট্রাকিং ডিভাইস Key Chain এর আকারে আপনি ব্যবহার করতে পারবেন। এটিকে আপনি খুব সহজেই যেকোনো জিনিসে আটকে রেখে সেই জিনিসকে ট্র্যাক করতে পারবেন। 

আর সেই ট্র্যাকিং ফিচারকে আরও প্রিসাইস করে তোলা হয়েছে Ultra-Wideband টেকনোলজি কে ব্যবহার করে। যার মধ্যে ব্যবহার করা হয় Camera থেকে নেওয়া ইনফো, তার সাথে Acclerometer, ARKit এবং Gyroscope এর সাহায্য। তারপর আপনার আইপ্যাড হোক, বা key chain। সমস্ত কিছুর লোকেশন সঠিক ভাবে জানতে পরের যাবেন লাউড বিপ আওয়াজের মাধ্যমে। Apple জানাতে ভোলেনি যে  তাদের এই Find My নেটওয়ার্ক এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। আর এটাকে শুধুমাত্র জিনিস ট্র্যাক করতেই ব্যবহার করতে পারবেন। মানুষ কে ট্র্যাক করতে নয়। 

AirTags

এছাড়াও এর মধ্যে Siri সাপোর্ট পেয়ে যাবেন। এটি IP67 ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট। আর পাবেন এক বছরের ব্যাটারি লাইফ। এর মধ্যে বিনামূল্যে এনগ্রেভিং করিয়ে পারবেন Apple অফিসিয়াল স্টোর থেকে। এর একটি প্যাকের দাম 3,190 টাকা। আর 4টি প্যাকের দাম 10,900 টাকা। AirTags এর অর্ডার শুরু হবে 23 April বিকাল 5:30 থেকে। 

নতুন iPad Pro

এরপরই অ্যাপেল ঘোষণা করা হয় নতুন iPad Pro সম্পর্কে। তারা জানিয়েছে তাদের iPad Pro মডেলে এবার থেকে M1 চিপের ব্যবহার করতে শুরু করবে। যেটা আগের জেনারেশন এর তুলনায় 50 শতাংশ বেশি ফাস্ট হবে এবং 75 শতাংশ বেশি CPU পারফরম্যান্স পাওয়া যাবে। অবশ্যই এর মধ্যে নবতম আরেক সংযোজন হয়েছে থান্ডারবোল্ট পোর্ট। তার সাথে এর মধ্যে থাকছে 5G সাপোর্ট। 12 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড front-facing ক্যামেরা। স্টুডিও কোয়ালিটি মাইক পাবেন। এই নতুন আইপ্যাড পাবেন 11 inch ও 12.9 inch এর। 12.9 inch এর মডেলের মধ্যে পাবেন Liquid Retina XDR mini-LED ডিসপ্লে। এর মধ্যে পাবেন Pro Motion, True Tone আর P3 ওয়াইড কালার সাপোর্ট। 

নতুন iPad Pro

নতুন এই iPad Pro দাম শুরু হয়েছে 71,900 টাকা থেকেই। 11 ইঞ্চি জন্য দাম শুরু হয়েছে 71,900 টাকা। আর 12.9 ইঞ্চির মডেলের দাম শুরু হয়েছে 99,900 টাকা। তারই সাথে এই iPad Pro লাইনআপেও নতুন এক কালার ভেরিয়েন্ট নিয়ে এসেছে Apple। আর সেটা White কালার ভেরিয়েন্ট। নিঃসন্দেহে সেটাও দেখতে খুব ভালো লাগছে। 

Apple TV 4K

আপডেট এসেছে Apple TV-রও। সেখানেও A12 Bionic ব্যবহার শুরু হয়ে গেছে। আর তার সাথে High Frame Rate HDR সাপোর্ট করবে Apple TV 4K। আপনি আপনার iPhone কে ব্যবহার করেও এর ব্রাইটনেস এবং কালার আকিউরেসি সেট করতে পারবেন। যেটা নিঃসন্দেহে পূর্ববর্তী অপশন গুলোর তুলনায় অনেক সুবিধা প্রদান করবে আপনাকে।  

এর রিমোটও খুব সুন্দর দেখতে। এটি হান্ড্রেড পার্সেন্ট রিসাইকেলড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়েছে। যেটা হাতে খুব সহজে আপনি গ্রিপ করতে পারবেন। আর তার সাথে তার বাটনেও অনেক তারতম্য নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ক্লিকি বাটন আনা হয়েছে। সোয়াইপ করে দ্রুত কোনো প্লেলিস্ট দেখতে পারবেন। তারই সাথে আউটার রিংয়ে সার্কুলার যেসচার রয়েছে। যার সাহায্যে খুব দ্রুত Fast Forward বা Rewind করা যাবে। Apple Originals এ পাবেন নতুন শো। Apple TV 4K এর দাম শুরু হচ্ছে 18,900 টাকা থেকে। খুব শীঘ্রই এটিও এভেলেবেল হয়ে যাবে সকলের জন্য। 

নতুন iMac

এই ইভেন্টেই 24 ইঞ্চির Apple M1 চিপসেট যুক্ত iMac নিয়ে চলে এসেছে। সেগুলো দেখতেও খুবই ফিউচারিস্টিক। 7 টি কালার অপশনে পেয়েযাবেন এই নতুন iMac। সেগুলি হল Blue, Green, Pink, Silver, Yellow, Orange, Purple। এটি মাত্র 11.5 mm থিক। তার সাথে 1080P Face Time HD ক্যামেরা আপনি পেয়ে যাবেন। ডিসপ্লে হিসাবে পাবেন 4.5K রেটিনা ডিসপ্লে। 

নতুন iMac

এর এক্সেসরিজও খুব ইন্টারেস্টিং। এর নতুন কিবোর্ডে আপনি পেয়ে যাবেন ডেডিকেটেড Emoji Key আর তার সাথে Touch ID সাপোর্ট। খুব সহজেই এক প্রোফাইল থেকে অন্য প্রোফাইল টগল করতে পারবে। iMac লাইন আপের সাথে ম্যাচিং করে আনা হয়েছে নানান কালারের Mouse ও। আর অন্যান্য অ্যাপেল প্রোডাক্ট গুলোর মতই এই নতুন iMac-ও 100% রিসাইকেলড মেটেরিয়াল দিয়ে তৈরি। এর দাম শুরু হচ্ছে 1,19,900 টাকা থেকে। 

কেমন লাগল Apple এর নতুন প্রোডাক্ট গুলি ? জানাতে ভুলেবেন না। দাম বেশি হলেও এই প্রডাক্টের মধ্যে কোনগুলি আপনি কিনতে চান অবশ্যই জানাবেন।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।