অল্প দামে বেস্ট ইয়ার বাডস কোনগুলি, কেনার আগে অবশ্যই দেখেনিন

বর্তমান সময়ে Earbuds এর ব্যবহার ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। Earbuds ব্যবহারের ফলে আমরা অনেকটা বাড়তি সুবিধা উপলব্ধ করতে পারি। 

তাই আপনি যদি Earbuds ব্যবহারের কথা ভেবে থাকেন। তাহলে এক নজরে দেখে নিন অল্প দামের বেশ কিছু অসাধারণ ইয়ার বাডস (Amazing Earbuds) এবং তাদের স্পেসিফিকেশন্স। 

অল্প দামে বেস্ট ইয়ার বাডস কোনগুলি?

Redmi Earbuds 2c

এটি Redmi সংস্থার একটি অসাধারণ Earbuds। Sleek & Stylish ডিজাইনে এটি তৈরি করা হয়েছে। এটিতে রয়েছে 300 mAh এর ব্যাটারি। এটির একটি মাত্র সিঙ্গেল চার্জে আপনি 4 ঘণ্টা Music playback সুবিধা পেয়ে যাবেন,তারই সাথে 150 ঘন্টার স্ট্যান্ডবাই টাইম এর সুবিধা পেয়ে যাবে। এটি চার্জ হতে সময় লাগে 1 ঘন্টা 50 মিনিট। Android & iOS ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এটিতে রাখা হয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর সু-সুবিধা।

এটি IPX4 Rated অর্থাৎ সামান্য জলের ফোঁটা বা হালকা ঘামে এটির কোন ক্ষতি হবে না। তাই এটি আপনি জিম করার সময় নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন। এরই সাথে এটিতে আরও রয়েছে Play,Pause Music, Answer & End call, reject A call, প্রভৃতি অসাধারণ সব Button Functions। বর্তমানে এটির দাম 1,499 টাকা। 

Redmi Earbuds S

 Redmi সংস্থার এই অসাধারণ Earbuds টি Sleek & Stylish ডিজাইনে তৈরি করা হয়েছে। এটিতে রয়েছে 300 mAh এর ব্যাটারি। এটির একটি মাত্র সিঙ্গেল চার্জে আপনি 4 ঘণ্টা Music playback সুবিধা পেয়ে যাবেন,তারই সাথে 150 ঘন্টার স্ট্যান্ডবাই টাইম এর সুবিধা পেয়ে যাবে। এটি চার্জ হতে সময় লাগে 1 ঘন্টা 50 মিনিট। গেমিং এর ক্ষেত্রে এটি আপনাকে অসাধারণ প্রো- গ্রেমিং পারফরম্যান্স দেবে।

Android & iOS ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এটিতে রাখা হয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর সু-সুবিধা। এটি IPX4 Rated & Splash proof  অর্থাৎ সামান্য জলের ফোঁটা বা হালকা ঘামে এটির কোন ক্ষতি হবে না। তাই এটি আপনি Gym এর ক্ষেত্রে নির্ভাবনায় ব্যবহার করতে পারেন। এরই সাথে এটিতে আরও রয়েছে Play,Pause Music, Answer & End call, reject A call, প্রভৃতি অসাধারণ সব Button Functions। বর্তমানে এটির দাম 1,799 টাকা। এর দাম জানতে ক্লিক করুন এখানে।

Realme Buds Air Neo

Realme সংস্থার এই Earbuds টি আপনি White, Green, Red এই তিনটি কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন। এটি IPX4 Rated & Splash proof  অর্থাৎ সামান্য জলের ফোঁটা বা হালকা ঘামে কোনরকম ক্ষতি হবে না। তাই এটি আপনি Gym এর ক্ষেত্রে নির্ভাবনায় ব্যবহার করতে পারেন। এরই সাথে এটিতে আরও রয়েছে Play,Pause Music, Answer & End call, reject A call, প্রভৃতি অসাধারণ সব Button Functions।

জেনে নিন Free Fire সম্পর্কে এই হতবাক করা তথ্যগুলি জানেন কি? ফ্রি ফায়ার অজানা কাহিনী

এটির একটি সিঙ্গেল Buds এর ওজন 4.1 গ্রাম মাত্র। এটির একটি মাত্র সিঙ্গেল চার্জে আপনি পেয়ে যাবেন 17 ঘন্টা টোটাল playback এর সুবিধা এরই সাথে 3 ঘন্টার Singel Music Listening এর সুবিধাও। Realme Link App এর মাধ্যমে আপনি এই Realme Buds Air Neo টি কন্ট্রোল করতে পারবেন। বর্তমানে এটির দাম 2,499 টাকা। এর দাম জানতে ক্লিক করুন এখানে।

Noise Air Buds Truly Wireless Bluetooth Headset

এটি একটি একটি 47 গ্রাম ওজনের অসাধারণ Air Buds। এটিতে আপনি 10 মিটার পর্যন্ত ওয়ারলেস রেঞ্জ পেয়ে যাচ্ছেন। এরই সাথে এটিতে থাকছে 500 mAh এর ব্যাটারি। যা চার্জ হতে সময় নেয় 2 ঘণ্টা এবং 60 ঘণ্টার বেশি সময় ধরে স্ট্যান্ডবাই ব্যবহারের সুবিধা দেয় এরই সাথে সাড়ে 4 ঘণ্টারও বেশি সময় ধরে মিউজিক Play back এর সুবিধা প্রদান করে।

এরই সাথে এটিতে আরও রয়েছে Play,Pause Music, Answer & End call, reject A call, প্রভৃতি অসাধারণ সব Button Functions। সামান্য জলের ফোঁটা বা হালকা ঘামে কোনরকম ক্ষতি হবে না। তাই এটি আপনি Gym এর ক্ষেত্রে নির্ভাবনায় ব্যবহার করতে পারেন। বর্তমানে এটির দাম 2,299 টাকা। এর দাম জানতে ক্লিক করুন এখানে

pTron Bassbuds

চিনা সংস্থার তৈরি Bassbuds টির ওজন 50 গ্রাম। এটিতে আপনি পাবেন স্মার্ট টাচ কন্ট্রোল। এটিতে থাকছে 400 mAh এর ব্যাটারি। যেটি ফুল চার্জ হতে সময় লাগে 1.5 ঘন্টা এবং 4 ঘন্টার অসাধারণ Talk Time এর সুবিধা প্রদান করে। এটি IPX4 Rated অর্থাৎ সামান্য জলের ফোঁটা বা হালকা ঘামে এটির কোন ক্ষতি হবে না। তাই এটি আপনি জিম করার সময় নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন।

এরই সাথে এটিতে আরও রয়েছে Play,Pause Music, Answer & End call, reject call, প্রভৃতি অসাধারণ সব Button Functions। এর দাম জানতে ক্লিক করুন এখানে

আপনি যদি ইয়ার বাডস কেনার কথা ভাবছেন তাহলে অল্পদামে উপরে উল্লেখিত এয়ারবাস গুলি অসাধারণ। অবশ্যই আপনার বাজেট অনুযায়ী ইয়ার বাডস কিনুন। আর উপভোগ করতে থাকুন এর পারফর্মেন্স। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।