ভারতে স্যামসাং আরও দুটি স্মার্টফোন লঞ্চ করে দিল। এগুলি হল Samsung Galaxy F12 ও Samsung Galaxy F02s। এই দুটি স্মার্টফোনই রিব্র্যান্ডেড ভার্সন। যে স্মার্টফোন গুলো রিব্র্যান্ড করা হয়েছে সেগুলি হল Samsung Galaxy M12 ও Samsung Galaxy M02s। চলুন দেখে নেওয়া যাক এই নতুন স্মার্টফোন গুলোতে কোন কোন স্পেসিফিকেশনস পাওয়া যাবে।
Samsung Galaxy F12 এর স্পেসিফিকেশনস
Samsung Galaxy F12 স্মার্টফোনটিকে পাবেন 6.5 ইঞ্চ এর HD+ ইনফিনিটি ভি ডিসপ্লে। এরমধ্যে Corning Gorilla Glass 3 এর প্রোটেকশন পাবেন। স্মার্টফোনে পেয়ে যাবেন Quad Camera সেটআপ। যার মধ্যে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর পাবেন। থাকছে 5 মেগাপিক্সেলের Ultra Wide লেন্স, 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
প্রসেসর হিসাবে থাকছে Exynos 850। 6000mAh এর ম্যাসিভ ব্যাটারি রয়েছে। 15W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে এবং অবশ্যই USB Type C এর সাপোর্ট পাবেন এই স্মার্টফোনটির মধ্যে। এছাড়াও স্মার্টফোনে পেয়ে যাবেন Widevine L1 সাপোর্ট। অর্থাৎ আপনি যদি অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্স ব্যবহার করেন তাহলে খুবই উপকৃত হবেন।
Samsung Galaxy F02s এর স্পেসিফিকেশনস
Samsung Galaxy F02s স্মার্টফোনটি মধ্যে আপনি পাবেন 6.5 ইঞ্চ এর HD+ ইনফিনিটি ভি ডিসপ্লে। 5000mAh ম্যাসিভ ব্যাটারি পাবেন। পাবেন 15W চার্জিং সাপোর্ট। ক্যামেরার কথা বলতে গেলে এই স্মার্টফোনে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে প্রাইমারি সেনসর 13 মেগাপিক্সেলের, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর থাকছে। আর থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রসেসর হিসাবে পাবেন Qualcomm Snapdragon 450 প্রসেসর।
দাম, স্পেসিফিকেশনস ও সেল ডেট
Samsung Galaxy F12 স্মার্টফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাবেন। 4GB-64GB এবং তার সাথে 4GB-128GB ভ্যারিয়েন্ট। 4GB-64GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 10,999 টাকা। তার সাথে 4GB-128GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 11,999 টাকা। এর সেল শুরু হবে 12 এপ্রিল দুপুর 12 টায়। Flipkart ও Samsung এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
জেনে নিন : সিকিউরিটি কে বুড়ো আঙুল দেখিয়ে লক্ষ লক্ষ ফেসবুক ইউজারের সেনসেটিভ ইনফরমেশন ফাঁস অনলাইনে
Samsung Galaxy F02s স্মার্টফোনটি আপনি পাবেন 3GB-32GB এবং 4GB-64GB ভেরিয়েন্ট এর সাথে। 3GB-32GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 8,999 টাকা এবং তার সাথে 4GB-64GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 9,999 টাকা। এই স্মার্টফোন টির সেল শুরু হবে 9 এপ্রিল, দুপুর 12 থেকে।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।