মাত্র 6 দিনে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ব্যান করল 50,000 প্লেয়ারকে, এখনই জেনে নিন এর কারণ আর সাবধান হয়ে যান

Battlegrounds Mobile India ShresthoTech

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া লঞ্চ এর পর থেকেই হ্যাকিং সংক্রান্ত সমস্যায় জর্জরিত। তবে এই হ্যাকিং আটকাতে চেষ্টার কোনরকম ত্রুটি রাখছেনা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া-র ডেভেলপার কোম্পানি Krafton। আর তারই প্রতিফলন ঘটছে অতি সম্প্রতি তাদের আর এক রিপোর্টে। জানা যাচ্ছে মাত্র ছয় দিনের মধ্যেই 50 হাজার প্লেয়ার কে ব্যান করেছে তারা।

মাত্র 6 দিনে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ব্যান করল 50,000 প্লেয়ারকে

অতি সম্প্রতি এই বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Krafton। জানা যাচ্ছে এই নতুন বছরে জানুয়ারি মাসের 10 তারিখ থেকে 16 তারিখের মধ্যে তারা 48,847 BGMI একাউন্টকে ব্যান করে দিয়েছে। শুধুমাত্র এইটুকু করেই তারা থেমে থাকেনি। তারই সাথে প্রকাশ করে দেওয়া হয়েছে সেই সমস্ত হ্যাকারদের নামও। হ্যাকারদের নাম আপনি দেখতে পারবেন এখানে গিয়ে।

জেনেনিন : Red Velvet Cake নাকি মঙ্গল গ্রহের ছবি? European Space Agency-র শেয়ার করা ছবিতে হতবাক গোটা বিশ্ব, জেনেনিন আসল ব্যাপার

এই খবর সকল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমারদের জন্যই খুশীর। তবুও এখনও সচেতন হয়ে যাওয়ার সময় এসেছে। অনেকেই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে নানান অসদুপায় অবলম্বন করে খেলে থাকেন। তারা সচেতন হয়ে যান না। হলে এই রকম ভাবে তাদের অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে। 

মাত্র কিছুদিন আগেই ক্রাফটনের পক্ষ থেকে জানানো হয়েছিল শুধুমাত্র হ্যাকিং একাউন্টকেই নয়, ডিভাইসটিকেও পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হবে। তাই সচেতন হওয়ার সময় এটাই। শুধু মাত্র এখানেই থেমে থাকছেনা তারা। নতুন আপডেটে তারা তারা নিয়ে এসেছে নানান এন্টিচিটিং মেজার্সও। আপনিও কি ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া খেলেন? হ্যাকিং সমস্যা তাহলে কি আপনারও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়? 

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!