খুব শীঘ্রই লঞ্চ হতে পারে Vivo Pad, পাওয়া যাচ্ছে এমন ইঙ্গিত, লঞ্চের আগেই বিস্তারিত জেনেনিন এখনই

গত বছরের জুলাই মাসে European Union Intellectual Property Office (EUIPO) এর সাথে Vivo Pad ট্রেডমার্ক হবার সময় আমরা Vivo সংস্থার প্রথম নির্মিত ট্যাবলেটের কথা জেনেছিলাম। যা এখনো পর্যন্ত ‘Vivo Pad’ নামে পরিচিত। সম্প্রতি এই ট্যাবলেট সম্পর্কে অনলাইনে সাইটে বেশ কিছু নতুন তথ্য টিজ হয়েছে। যেখান থেকে এই ট্যাবলেটের সম্পর্কে অনেক তথ্যই জানা যাচ্ছে। 

এখনও অবধি কি জানা যাচ্ছে?

জানা যাচ্ছে Vivo ব্র্যান্ড তাদের প্রথম ট্যাবলেটটি দ্রূত লঞ্চ করার জন্য বিশেষ ভাবে কাজ করে চলেছে। সদ্য Tipster Digital Chat Station ডিভাইসটির বেশ কিছু স্পেসিফিকেশন্স সকলের সামনে টিজ করেছে। চলুন দেরী না করে সেদিকে নজর রাখা যাক।

Vivo Pad সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন হতে চলেছে?

এই ট্যাবলেটের মধ্যে সম্ভাব্য থাকতে পারে LCD অথবা OLED Screen। একই সাথে থাকছে 120Hz Display Panel এছাড়াও এর মধ্যে পাতলা বেজেল এবং পাঞ্চ-হোল ডিজাইন দেখা গেছে। ট্যাবলেটটির ডিসপ্লে সাইজ কেমন হবে তা এখনও অবধি জানা সম্ভব হয়নি। এরই পাশাপাশি এটি Qualcomm Snapdragon 870 Chipset দ্বারা পরিচালিত হবে বলে শোনা যাচ্ছে। 

জেনেনিন : লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro 5G স্মার্টফোন সম্পর্কে অনেক তথ্য, এখনই দেখেনিন খুঁটিনাটি

সদ্য পাওয়া খবর অনুযায়ী এর মধ্যে ইনক্লুড থাকবে 7,860mAh ব্যাটারি। যদিও প্রোডাক্টটি TUV Rheinland সার্টিফিকেশন ওয়েবসাইটেও দেখা গেছে। যেখানে 8,040mAh ব্যাটারি থাকতে পারে বলে দাবী করা হয়েছে। এখানেই শেষ নয় পাওয়া যাবে 44W ফাস্ট চার্জিং সুবিধা। এছাড়াও অ্যান্ড্রয়েড ট্যাবলেটে Multi-Terminal Interconnection সিস্টেমও দেখা যাবে। বাকি সমস্ত ফিচারস অজানা রয়েছে। 

কবে লঞ্চ হতে পারে Vivo Pad?

চাইনিজ ব্যান্ডের নতুন এই ডিভাইস কবে লঞ্চ হবে তা সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে সূত্র মারফত জানা গেছে এই বছরের শেষের দিকে লঞ্চ হতে পারে এটি। প্রডাক্টির সঠিক দাম জানা মাত্রই আপনাদের জানিয়ে দেবো আমরা। মাত্র কয়েকদিন আগেই Motorola-র পক্ষ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছে হসাবস। এবার নতুন এই ট্যাবলেট সম্বন্ধে আপনি কতটা এক্সাইটেড? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!