লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro 5G স্মার্টফোন সম্পর্কে অনেক তথ্য, এখনই দেখেনিন খুঁটিনাটি

স্মার্টফোন মেকার Redmi সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে Redmi Note 11 সিরিজ। এই সিরিজের মধ্যে পাওয়া যাবে Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro 5G স্মার্টফোন। চলুন দেরী না করে দেখে নেওয়া যাক বিস্তারিত ভাবে।

অনলাইন সাইটে টিজ হয়ে গেল Redmi Note 11 সিরিজ 

ইতিমধ্যে টিপস্টার Ishan Agarwal সহ TechInsiderBlog এবং MySmartPrice একের পর এক এই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স এবং ডিজাইন টিজ করেছে। যা থেকে স্মার্টফোনগুলির সামান্য কিছু ফিচারস জানা গেছে।

Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro 5G সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন?

উভয় স্মার্টফোনের মধ্যেই রয়েছে 120Hz AMOLED Panel। একই সাথে থাকছে 108MP যুক্ত কোয়াড ক্যামেরা সেটআপ। এরই পাশাপাশি পাওয়া যাবে 5000mAh ব্যাটারি। এর আগে আমরা জেনেছিলাম স্মার্টফোনের মধ্যে দেখতে পাওয়া যাবে 120W ফাস্ট চার্জার। তবে নতুন টিজ থেকে জানা যাচ্ছে এরমধ্যে ইনক্লুড হতে পারে 67W দ্রুত চার্জিং ব্যবস্থা।

জেনেনিন : WhatsApp কাজ করে যাচ্ছে Help ও Contacts নিয়ে, পাওয়া যাবে এই উপকার

এখানেই শেষ নয় Redmi Note 11 Pro মডেলে Dot-Notch Display উপস্থিত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তাছাড়াও স্মার্টফোনটি MediaTek Helio G96 Processor দ্বারা পরিচালিত হবে। যেখানে Redmi Note 11 Pro 5G ভেরিয়েন্টে Qualcomm Snapdragon 695 SoC থাকার কথা জানতে পারা যাচ্ছে।

কালার ভেরিয়েন্ট কেমন হতে পারে?

MySmartPrice-এর তথ্য অনুযায়ী Redmi Note 11 Pro স্মার্টফোন Graphite Gray, Diamond Dazzle এবং Polar White কালারে পাওয়া যাবে। একই সঙ্গে TechInsiderBlog অতিরিক্ত একটি Blue কালার ভেরিয়েন্টের কথা জানিয়েছে।

কবে লঞ্চ হবে Redmi Note 11 সিরিজ?

এই সিরিজ গ্লোবাল মার্কেটে জানুয়ারি মাসের 26 তারিখ লঞ্চ হবে। লঞ্চের পরেই স্মার্টফোনের সঠিক দাম জানতে পারব আমরা। ভারতের বাজারে স্মার্টফোনের উপলব্ধতা নিয়ে এখনই বলা সম্ভব নয়। 

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!