গত বছর, ASUS একটি নচ-লেস ডিসপ্লে এবং একটি ফ্লিপ ক্যামেরা সিস্টেমের সাথে জেনফোন 6 (Asus 6z) ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছিল যাকে সেলফি স্ন্যাপার বলা যায়।
ফেব্রুয়ারিতে, কোয়ালকম তাদের ফোনগুলির তালিকা প্রকাশ করেছিল যেগুলো স্ন্যাপড্রাগন 865 soc দ্বারা পরিচালিত। এই লিস্টে দেখা যায় Asus Zenfone 7 সিরিজের নাম।
তারপর বিভিন্ন মহলের পক্ষ থেকে দাবি করা হতে থাকে যে জুলাই মাসেই রিলিজ হতে চলেছে এই ফোনটি, তবে অফিসিয়াল কোনো মন্তব্য করেনি Asus ইন্ডিয়া।
কি নতুন স্পেসিফিকেশন থাকছে এই Asus Zenfone 7 সিরিজ ফোনে?
এক রিপোর্টে জানা যায় যে আসুস জেনফোন 7 সিরিজে থাকছে 2টি ফোন যথা আসুস জেনফোন 7 ও আসুস জেনফোন 7 প্রো।
আশা করা হচ্ছে গত বছরের আসুস 6z এর মতোই এতেও থাকবে ফ্লিপ ক্যামেরা,নচ-লেস AMOLED ডিসপ্লে। থাকবে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আর Snapdragon 865 প্রসেসর থাকছে মানে স্পষ্টতই এটি হবে 5G কানেক্টিভির ফোন। থাকবে 16 জিবি RAM ।
আরও জানুন : দেখে নিন ভোডাফোন-আইডিয়া, জিও ও এয়ারটেলের বিপুল পরিমাণ নেট সমৃদ্ধ প্যাকগুলি !
পাবেন Zen UI দ্বারা পরিচালিত লেটেস্ট Android 10।
দাম কত হবে এই Asus Zenfone 7 সিরিজ ফোনের?
বিশেষ অতিথি জানা যায়নি তবে Asus ROG 3 ফোনের থেকে কম দামে রিলিজ হবে এই ফোন।