Flipkart এবং Amazon দুজনেরই আপকামিং সেল ডেটে পরিবর্তন আনা হয়েছে, অবশ্যই জেনে নিন নতুন সেল ডেট

amazon great indian festival flipkart the big billion days sale dates changed here is the new sale date

এই উৎসবের মরসুমে সবার আগে ফ্লিপকার্ট ঘোষণা করে দিয়েছিল তাদের বিগ বিলিয়ন ডেস (The Big Billion Days) সেল ডেট। এই সেল তাদের শুরু করার কথা ছিল অক্টোবরের 7 তারিখ থেকে 12 তারিখ। তাদের এই ঘোষণার পরেই আমাজন তাদের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল (Amazon Great Indian Festival) সেল ডেট সম্পর্কে ঘোষণা করেছিল। বহুপ্রতীক্ষিত এই সেল শুরু হওয়ার কথা ছিল ফ্লিপকার্টের সেল শুরু হওয়ার কয়েকটা দিন আগেই, অক্টোবরের 4 তারিখে।

Flipkart এবং Amazon দুজনেরই আপকামিং সেল ডেটে পরিবর্তন আনা হয়েছে

তবে কম্পিটিশনে কেউ কাউকে একটুও জমি ছাড়তে নারাজ। Amazon এর সেই ডেট দেখে ফ্লিপকার্ট তাদের সেল ডেট অ্যামাজনের থেকে আর একটা দিন এগিয়ে দেয়। তারা নতুন সেল ডেট রাখে অক্টোবরের 3 তারিখ থেকে 10 তারিখ। আর এই কান্ড দেখে অ্যামাজনও পিছিয়ে থাকবে কেন? ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলের আগেই তাদের সেল রাখার জন্য আবার পরিবর্তন এনেছে তারা সেলের ডেটে। অক্টোবরের 4 তারিখের পরিবর্তে অক্টোবরের 3 তারিখ তাদের নতুন সেল ডেট ঠিক করা হয়েছে।  

জেনেনিন : লঞ্চের আগেই প্রকাশিত হল Samsung Galaxy M52 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, এখুনি জেনেনিন সমস্ত কিছু

অর্থাৎ অ্যামাজন এবং ফ্লিপকার্ট তারা তাদের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল এবং বিগ বিলিয়ন ডেস সেল নিয়ে আসছে একইসাথে, একই দিনে। তা হল অক্টবরের 3 তারিখ। তাই এতদিন ধরে আমরা যে ডেট জেনে আসছিলাম, পরিবর্তন হয়ে গেছে সেই ডেটের। তবে ফ্লিপকার্ট এর ক্ষেত্রে তাদের সেল সাতদিন ধরে চললেও আমাজনের ক্ষেত্রে তাদের সেল চলবে এক মাস ধরে। 

দুটো কোম্পানিই তাদের সেলে দুর্দান্ত সমস্ত অফার নিয়ে আসছে। বিভিন্ন রকমের Credit Card বা Debit Card-এও রয়েছে আকর্ষণীয় ডিস্কাউন্টের সুবিধা। তাই আপনার যদি কোন প্রোডাক্ট কেনার থাকে অবশ্যই এই দুটো সেল মিস করবেন না। ভারতের দুটি বিখ্যাত ই-কমার্স পোর্টালের মধ্যে লড়াই তো লেগেই থাকে। কিন্তু এবারের লড়াই রীতিমতো অন্য মাত্রা নিয়ে চলে গেছে তারা। এবার দেখা যাক কাদের সেলে বেশি সন্তুষ্ট হন কাস্টমাররা।