লঞ্চের আগেই প্রকাশিত হল Samsung Galaxy M52 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, এখুনি জেনেনিন সমস্ত কিছু

Samsung Galaxy M52 5G

সাউথ কোরিয়ান স্মার্টফোন নির্মাতা Samsung লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন। শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M52 5G স্মার্টফোন। তবে লঞ্চের আগেই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স অফিশিয়ালি প্রকাশ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে সমস্ত কিছু। 

Samsung Galaxy M52 5G লঞ্চ Date কবে?

প্রথমেই আমরা স্মার্টফোনের লঞ্চ ডেট সম্বন্ধে জেনে নেবো। স্মার্টফোনটি আগামীকাল অর্থাৎ 28 সেপ্টেম্বর 2021 লঞ্চ হবে। 20,000 টাকার মধ্যেই স্মার্টফোনটি ভারতে অন্যান্য সংস্থার এই রেঞ্জের স্মার্টফোনগুলিকে দারুণভাবে টেক্কা দেবে বলে সংস্থার তরফ থেকে মনে করা হচ্ছে। 

Samsung Galaxy M52 5G স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.7-Inch Full HD+ Super AMOLED Display। একই সাথে পাবেন 120Hz Refresh Rate। স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে Qualcomm Snapdragon 778G SoC। এছাড়াও পাবেন Dolby Atmos সাপোর্ট সহ Stereo স্পিকার।

জেনেনিন : এনিমেটেড ডুডলের সাথে গুগল সেলিব্রেট করছে তাদের 23 তম জন্মদিন

ক্যামেরা হিসাবে আপনি পেয়ে যাবেন 64MP Primary Rear Camera, 12MP Ultra-Wide Rear Camera, 5MP Macro Camera Unit। একই সাথে পাওয়া যাবে 32MP সেলফি ক্যামেরা। এরই পাশাপাশি থাকছে 5,000mAh ব্যাটারি। আরও পাবেন 25W ফাস্ট চার্জিং ফিচারস।

এখানেই শেষ নয়, একই সাথে ইনক্লুড রয়েছে 11 টি 5G Bands, Dual 4G Standby, Dual-Band Wi-Fi 6, Bluetooth 5.2 এবং Side Mounted Physical Fingerprint Sensor। এর পরিমাপ এবং ওজন রাখা হয়েছে যথাক্রমে 7.4mm এবং 173 গ্রাম। 

দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোনটির ভারতের বাজারে দাম কত হবে তা সংস্থার তরফ থেকে জানানো হয়নি। ফোনটি আমরা দুটি স্টোরেজ ভেরিয়েন্ট পাবো যার মধ্যে থাকছে 6GB/8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। একই সাথে Black, Light Blue এবং White এই তিনটি কালার অপশনে স্মার্টফোনটি উপলব্ধ হবে। 

স্মার্টফোনটি বিভিন্ন অনলাইন এবং অফলাইন স্টোর এর মাধ্যমে গ্রাহকরা নিতে পারবেন। সেল Date শুরু হওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেবো আমরা। কেমন লাগলো আপনার এই স্মার্টফোন? তা আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না।