এনিমেটেড ডুডলের সাথে গুগল সেলিব্রেট করছে তাদের 23 তম জন্মদিন

Google 23rd Birthday Doodle
Google Celebrates 23rd Birthday with a Doodle (Image : Google)

আজ থেকে 23 বছর আগে যাত্রা শুরু হয়েছিল আমাদের প্রিয় এই টেক কোম্পানিটির। তখনও কেউ ভাবতে পারেনি সেই যাত্রা এত দূর এগোবে। হ্যাঁ, আজকেই গুগলের 23 তম জন্মদিন। আর এই বিশেষ দিনটি উপলক্ষে গুগল (Google) নিয়ে চলে এসেছে তাদের নতুন ডুডল। 

আজকেই গুগলের 23 তম জন্মদিন

1998 সালে আজকের দিনেই সূচনা হয়েছিল গুগলের। তারপর থেকে অনেক পথ পেরিয়ে এসেছে গুগল। আজ আমরা কোটি-কোটি সার্চ করে থাকি প্রত্যেকদিন গুগলের মাধ্যমে এবং গুগোল স্পর্শ করেনি আমাদের জীবনের এমন অধ্যায় খুব কমই রয়েছে। আজকের এই বিশেষ দিনটিকে সেলিব্রেট করতে গুগল তাদের নতুন ডুডল নিয়ে চলে এসেছে। গুগলের হোমপেজে আপনি সেই ডুডলকে আজকে দেখতে পারবেন। যার মধ্যে আমরা জন্মদিনের কেক দেখতে পাচ্ছি এবং তার উপরে লেখা রয়েছে 23। জ্বলছে মোমবাতিও। 

জেনেনিন : সাবধান! ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করলে এই কাজগুলি কখনই করবেন না, সচেতন থাকুন আর কষ্টার্জিত টাকা লোপাট হয়ে যাওয়া আটকান

1997 সালে সার্গেই ব্রিন ছিলেন স্টান্ডফোর্ড ইউনিভার্সিটির একজন গ্র্যাজুয়েট। তিনি ল্যারি পেজ কে তাদের ক্যাম্পাস পরিদর্শন করে দেখান। ল্যারি পেজ এসেছিলেন স্টান্ডফোর্ডকে তার গ্রাজুয়েট স্কুল হিসাবে বেছে নিতে। পরে তারা দুজনায় গুগল তৈরিতে নিমগ্ন হতে শুরু করেন। আর তারই এক বছর পর, 1998 সালে অফিশিয়াল ভাবে গুগলকে পাবলিশ করা হয়। 

সেই থেকে আজকে পর্যন্ত প্রত্যেকদিন 150 টি ভাষাতে সারা পৃথিবী জুড়ে ব্যবহৃত হয়ে আসছে সকলের প্রিয় এই সার্চ ইঞ্জিন। নিঃসন্দেহে, অনেক পথ পেরিয়ে এসেছে গুগল। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে 20 টিরও বেশি ডেটা সেন্টার। আজকের জন্মদিনে শুভেচ্ছা জানাই গুগলকে। হ্যাপি বার্থডে গুগল।