অবশেষে লঞ্চ হয়ে গেল iQOO Z5 5G স্মার্টফোন, চলুন জেনে নেওয়া যাক স্পেসিফিকেশন্স, দাম, সেল Date এবং অফার সম্পর্কে

Iqoo z5

কিছুদিন আগেই চিনের মার্কেটে মুক্তি পেয়েছে iQOO Z5 5G স্মার্টফোনটি। সম্প্রতি এবার ভারতের বাজারে অফিশিয়াল লঞ্চ হয়ে গেল এই অসাধারণ স্মার্টফোনটি। ইতিমধ্যেই স্মার্টফোনের স্পেসিফিকেশন, দাম এবং সেল Date জানতে পেরেছি আমরা। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে।

iQOO Z5 5G স্পেসিফিকেশন্স 

এই স্মার্টফোনের মধ্যে পাওয়া যাবে 6.67-Inch FHD+ Display। একই সাথে পাবেন 120Hz Refresh Rate। এই স্মার্টফোনটি Adreno 670 GPU বিশিষ্ট Qualcomm Snapdragon 778G Chipset দ্বারা পরিচালিত। এছাড়াও স্মার্টফোনটি Android 11 Based Funtouch OS উপর নির্ভর করে তৈরি করা হয়েছে।

এরই পাশাপাশি থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যেখানে আপনি পেয়ে যাবেন LED ফ্ল্যাশ যুক্ত 64MP Samsung ISOCELL GW3 Primary Sensor, 8MP Wide Lens এবং 2MP Macro Sensor। একই সাথে সেলফি এবং ভিডিওর জন্য পাবেন 16MP ক্যামেরা। স্মার্টফোনটিতে 5000 mAh ব্যাটারির সাথে রয়েছে 44W ফাস্ট চার্জিং ফিচারস। 

এখানেই শেষ নয় আরও পাবেন 3.5mm Headphone Jack এবং Side-Mounted Fingerprint Scanner, USB Type-C পোর্ট, Wi-Fi 6, Stereo Speaker। এমন অসাধারন ফিচারস ইনক্লুডের সত্ত্বেও স্মার্টফোনটির পরিমাপ 163.95×75.30×8.49mm এবং ওজন 193.15 গ্রাম।

দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোনটি ভারতের দুটি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। আমাদের দেশে 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ মডেলের জন্য আপনাকে দিতে হবে ভারতীয় মুদ্রায় 23,990 টাকা। একই সাথে 12GB + 256GB ভেরিয়েন্ট এর জন্য আপনাকে খরচ করতে হবে 26,900 টাকা।

জেনেনিন :  Flipkart এবং Amazon দুজনেরই আপকামিং সেল ডেটে পরিবর্তন আনা হয়েছে, অবশ্যই জেনে নিন নতুন সেল ডেট

সেল Date কবে?

আগামী অক্টোবরের 3 তারিখ থেকে Amazon India সাহায্যে “Great Indian Festival Sale”-এর মাধ্যমে গ্রাহকরা স্মার্টফোনটি কেনার সুযোগ পাবেন।স্মার্টফোনটি দুটি কালার অপশনে উপলব্ধ রয়েছে যার মধ্যে থাকছে Mystic Space এবং Arctic Dawn কালার।

লঞ্চ অফার কেমন রয়েছে?

ইতিমধ্যে সংস্থার তরফ থেকে স্মার্টফোনের উপর রাখা হয়েছে অতিরিক্ত ডিসকাউন্ট। আপনি যদি একজন HDFC Bank-এর Credit/Debit Card গ্রাহক হয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন 1,500 টাকা ছাড়। 

জেনেনিন : 349 টাকার রিচার্জ প্ল্যানে Airtel নাকি Reliance Jio, কে দিচ্ছে বেশি সুবিধা? এক নজরে জেনে নিন এখুনি

এছাড়াও থাকছে Amazon Coupon, 6 Months Free Screen Replacement এবং No Cost EMI সুবিধা। কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টফোন? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।