সাইক্লোন গুলাব কে ট্র্যাক করবেন কিভাবে? এই প্লাটফর্ম গুলি ব্যবহার করে করুন Live Tracking

Track Cyclone Gulab
Easily Track Cyclone Gulab from Your Smartphone

ধেয়ে আসছে সাইক্লোন গুলাব (Cyclone Gulab) এবং ইতিমধ্যেই দেশ জুড়ে জারি হয়ে গেছে চূড়ান্ত সর্তকতা। এই পরিস্থিতিতে আমাদের হাতের কাছেই বেশ কিছু মাধ্যম রয়েছে যার সাহায্যে খুব সহজেই এই সাইক্লোনের গতি প্রকৃতি লাইভ ট্রাক (Track) করে নেওয়া যাবে। পাওয়া যাবে এর যাত্রাপথের আগাম হাদিসও। আজকে আর্টিকেলে এমনই কয়েকটি গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য মাধ্যম সম্পর্কে জানাবো আপনাদেরকে। অবশ্যই জেনে নিন এবং সচেতন থাকুন। 

কিভাবে সাইক্লোন গুলাবকে ট্র্যাক করবেন? 

1। এই বিষয়ে প্রথমেই যে ওয়েবসাইটের ব্যাপারে জানাবো আপনাকে তা হল windy.com। এই প্লাটফর্ম সারা বিশ্বজুড়ে জনপ্রিয়। সাইক্লোন এর রিয়েল টাইম অবস্থান অবস্থান থেকে শুরু করে এর সম্ভাব্য গতিপথ সমস্ত কিছুই এই ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারবেন। এদের Android বা iOS অ্যাপ্লিকেশন রয়েছে। প্রয়োজনে সেগুলিকেও ব্যবহার করতে পারবেন আপনি। খুবই কাজে দেবে এই ওয়েবসাইট আপনার। 

2। এছাড়াও আপনি প্রয়োজন হলে গুগল প্লে স্টোর (Google PlayStore) থেকে UMANG অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। যার সাহায্যে সমস্ত ধরনের সাইক্লোন ট্র্যাক করতে পারা যাবে খুব সহজেই। 

3। এরপরে ভারত সরকারের একটি ওয়েবসাইট সম্পর্কে বলব সেটার নাম rsmcnewdelhi.imd.gov.in। এইখানেও সাইক্লোন এর বর্তমান অবস্থান দেখতে পাওয়া যাবে। করা যাবে লাইভ ট্রাকিংও। এবং গুরুত্বপূর্ণ খবরা খবর পাওয়া যাবে সাইক্লোন সম্পর্কে।  

জেনেনিন : অবশেষে লঞ্চ হয়ে গেল iQOO Z5 5G স্মার্টফোন, চলুন জেনে নেওয়া যাক স্পেসিফিকেশন্স, দাম, সেল Date এবং অফার সম্পর্কে

4। পরবর্তীতে ওয়েবসাইটের ব্যাপারে বলব সেটা হল mausam.imd.gov.in। এটা অত্যন্ত বিশ্বাসযোগ্য এক প্ল্যাটফর্ম। যার সাহায্যে আমাদের দেশে ঘটে থাকা সমস্ত রকম সাইক্লোনই আপনি ট্র্যাক করতে পারবেন। ওয়েবসাইট খোলার পর সেখানে সাইক্লোন সম্পর্কিত সমস্ত খবরাখবরই পাওয়া যাবে। কিন্তু তার আগে ওয়েবসাইটের মাঝে অবস্থিত সাইক্লোন (Cyclone) অপশনটিতে ক্লিক করতে হবে। এবং তারপর ক্লিক করতে হবে Track Cyclonic Disturbance অপশনটিতে। তাহলেই সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। 

5। এরপর যে ওয়েবসাইটের সম্পর্কে বলব তার নাম হচ্ছে cyclostorm.com। এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আপনি গুলাব সাইক্লোন কে বেছে নিতে পারবেন এবং তারপর এই সাইক্লোনকে লাইভ ট্র্যাকিং করতে পারবেন। 

জেনেনিন : Flipkart এবং Amazon দুজনেরই আপকামিং সেল ডেটে পরিবর্তন আনা হয়েছে, অবশ্যই জেনে নিন নতুন সেল ডেট

তবে এই সমস্ত প্লাটফর্মের মধ্যে আমাদের সবথেকে পছন্দের হল windy.com। এবার আপনার ভালো লাগল কোন ট্র্যাকিং প্লাটফর্মটি তা জানাতে ভুলবেন না। এই প্লাটফর্মে গুলিকে ব্যবহার করে গুলাবের অবস্থান জেনেনিন ও সচেতন থাকুন। 

অবশ্যই আর্টিকেলটিকে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে। আর তাদেরও সচেতন করে দিন। সমস্ত গুরুত্বপূর্ণ টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।