ভারতে আসতে চলেছে Motorola Edge 20 এবং Edge 20 Fusion স্মার্টফোন, জেনেনিন স্পেসিফিকেশন এবং দাম

Motorola Edge 20 Motorola Edge 20 Fusion ShresthoTech
Motorola Edge 20, Motorola Edge 20 Fusion (Motorola India)

খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge 20 এবং Edge 20 Fusion এই দুটি স্মার্টফোন। এমনি তথ্য টিজ করেছেন লেনোভোর মালিকানাধীন কোম্পানি তার সোশ্যাল মিডিয়া চ্যানেলে। একই সাথে জানা গেছে Edge 20 Fusion স্মার্টফোনটি Motorola Edge 20 Lite এর রিব্র্যান্ড ভার্সন হতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক কেমন স্পেসিফিকেশন রয়েছে এবং দাম কত হতে চলেছে। 

Motorola Edge 20 এবং Edge 20 Fusion দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোন গুলির দাম মনে করা হচ্ছে ইউরোপের দামের আশেপাশেই থাকবে। Motorola Edge 20 দাম EUR 499.99 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা 43,600 টাকা। স্মার্টফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। এটি আমার Frosted Onyx এবং Frosted Pearl এই দুটি কালার ভেরিয়েন্ট পেয়ে যাবো। 

অন্যদিকে Motorola Edge সিরিজের চতুর্থ স্মার্টফোন হতে চলেছে Motorola Edge Fusion। ভারতের বাজারেই স্মার্টফোনটি সর্বপ্রথম সংস্থা লঞ্চ করতে চলেছে। যেহুতু এটি Edge 20 Lite এর রি-ব্র্যান্ড হতে চলেছে তাই মনে করা হচ্ছে সম্ভাব্য দাম হতে পারে EUR 349.99 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা 30,500 টাকা। এটি আপনি Electric Graphite এবং Lagoon Green কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন। একই সাথে 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। 

Motorola Edge 20 স্পেসিফিকেশন 

স্মার্টফোনটি Android 11 দ্বারা পরিচালিত। এই স্মার্টফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন 1,080×2,400 Pixels রেজুলেশন যুক্ত 6.67-inch FHD+ OLED Display। একই সাথে পাবেন 144Hz Refresh Rate। এছাড়াও পাবেন Qualcomm Snapdragon 778 SoC। এরই পাশাপাশি রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মধ্যে পাবেন 108MP Primary Sensor, 16MP Ultra Wide Lens, 8MP Telephoto Lens। আরও রয়েছে 3x অপটিক্যাল জুম এবং 30X ডিজিটাল জুম। সেলফি তোলার জন্য রয়েছে 32MP সেলফি ক্যামেরা।

জেনেনিন : অচেনা WhatsApp Group-এ জয়েন হওয়া থেকে কিভাবে বাঁচবেন? এখুনি জেনেনিন

স্টোরেজ হিসাবে পাবেন 128GB এবং 256GB দুটি ভিন্ন অপশনে Internal Storage। একই সাথে এটির মধ্যে রয়েছে 4,000mAh Battery এবং 33W Turbo Power চার্জিং সুবিধা। স্মার্টফোনটি IP52 Certified রয়েছে। এখানেই শেষ নয় পাবেন সাইড-মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Accelerometer, Ambient light, Gyroscope, Magnetometer, Proximity Sensor। 

আরও পাবেন 5G, 4G LTE,  Dual-Band Wi-Fi, MIMO, Bluetooth 5.2, GPS এবং USB Type-C পোর্ট। ফোনটির পরিমাপ 163× 76×6.99 mm এবং ওজন 163 গ্রাম।

Motorola Edge 20 Fusion স্পেসিফিকেশন

এটিতে আপনি পেয়ে যাবেন 6.67-inch OLED Display। একই সাথে পাবেন 90Hz Refresh Rate। স্মার্টফোনটির মধ্যে রয়েছে MediaTek Dimensity 720 SoC। একই সাথে পাবেন 8GB RAM এবং 128GB Onboard Storage। স্মার্টফোনের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে যেখানে আপনি পাবেন 108MP Primary Sensor, 8MP Ultra Wide lens এবং 2MP Depth lens। একই সাথে পাবেন 32MP সেলফি তোলার সুযোগ।

জেনেনিন : অবশেষে লঞ্চ হতে চলেছে Realme Book, জেনেনিন লঞ্চ Date, দাম এবং স্পেসিফিকেশন সহ সমস্ত কিছু

এরই পাশাপাশি স্মার্টফোনের মধ্যে রয়েছে 5000mAh ব্যাটারি এবং 30W TurboPower চার্জিং সুবিধা। এখানেই শেষ নয় আরও পাবেন Side-Mounted Fingerprint Sensor, Connectivity 5G, 4G LTE, Dual-Band Wi-Fi, Bluetooth 5.0, GPS এবং USB Type-C পোর্ট সুবিধা। 

গত মাসেই ইউরোপে লঞ্চ হয়েছে Motorola Edge 20 সিরিজ। এখন দেখার বিষয় ভারতের বাজারে গ্রাহকদের মনে এই স্মার্টফোন কতটা জায়গা করে নেয়। কি ভাবছেন এই নতুন স্মার্টফোন সম্বন্ধে? তা জানাতে ভুলবেন না।