Vivo Y72 5G নাকি Vivo V20 কোন স্মার্টফোনটিতে পাবেন কেমন স্পেসিফিকেশন্স? কোনটি নেবেন?

vivo y72 5g vs vivo v20 specifications price comparison

আজকে আমরা জেনে নেব Vivo Y72 5G এবং Vivo V20 স্মার্টফোনের তুলনামূলক বিবরণ। এরই সাথে আমরা জানবো কোন স্মার্টফোনটিতে রয়েছে ভালো স্পেসিফিকেশন। 

Vivo Y72 5G স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.58-Inch FHD+ Halo FullView Display এবং এর ডিসপ্লে Resolution 1080×2460 Pixel। একই সাথে স্মার্টফোনের মধ্যে রয়েছে 90Hz Refresh Rate। অপরদিকে Vivo V20 স্মার্টফোনের মধ্যে রয়েছে 1080× 2400 Pixel Resolution যুক্ত 6.44 Inch বিশিষ্ট FULL HD+ AMOLED Display।

Vivo Y72 5G মধ্যে প্রসেসর হিসাবে পেয়ে যাবেন Qualcomm Snapdragon 480 SoC। ঠিক অন্য দিকে Vivo V20 স্মার্টফোনের মধ্যে প্রসেসর হিসাবে রয়েছে Qualcomm Snapdragon 720G Processor। 

Vivo Y72 5G ক্যামেরা সেটআপ এর কথা বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন 48MP+2MP Dual-Camera Setup। একই সঙ্গে থাকছে 8MP Front Camera। উল্টো দিকে Vivo V20 স্মার্টফোনের মধ্যে Camera হিসাবে চিহ্নিত রয়েছে 64MP+8MP+2MP হিসাবে ট্রিপল ক্যামেরা এবং 44MP Selfi Camera। Vivo Y72 5G স্মার্টফোনটিতে রয়েছে 5000mAh Battery-র সুবিধা। অন্যদিকে Vivo V20 ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 4000mAh Battery।

জেনেনিন : Emoji-র সাথে সাথে পাওয়া যাবে Sound ও, Facebook Messenger নিয়ে এল Soundmoji

এবার জেনে নেব স্মার্টফোন দুটির দামের ব্যাপারে। Vivo Y72 5G স্মার্টফোনটির 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 22,990 টাকা। অপরদিকে Vivo V20 স্মার্টফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 24,990 টাকা।

Vivo Y72 5G স্মার্টফোনটিতে FullView Display পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ ও বেশ ভাল রয়েছে। আবার অন্যদিকে Vivo V20 স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ আগের স্মার্টফোনের থেকে যথেষ্ট ভালো। একই সাথে আপনাকে মনে রাখতে হবে স্মার্টফোন দুটির দামের ক্ষেত্রে বেশ তারতম্য রয়েছে।