এই বছরের প্রথম দিকে Apple লঞ্চ করেছিল MagSafe। এবার এই চার্জিং টেকনোলজির মতোই নতুন এক টেকনোলজি নিয়ে রিয়েলমি কাজ করছে এমনটাই মনে করা হচ্ছে। সম্প্রতি এই বিষয়টা খেয়াল করেছেন বিখ্যাত টিপস্টার মুকুল শর্মা। তিনি দেখেছেন ইউরোপিয়ান ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে(European Union Intellectual Property Office) সেই বিষয়টি ট্রেডমার্ক ফাইল করেছে রিয়েলমি। পরবর্তীকালে মাই স্মার্ট প্রাইস এর পক্ষ থেকে জানা গেছে এই একই ট্রেডমার্ক ভারতেও ফাইল করেছে রিয়েলমি।
সমস্ত কিছু দেখে মনে করা হচ্ছে অ্যাপেলের MagSafe এর চার্জিং সিস্টেম এর মতোই এবার নতুন এক চার্জিং প্রযুক্তি নিয়ে আসতে চলেছে Realme।তবে এখনো পর্যন্ত এর নাম ছাড়া এই MagDart সম্পর্কে আরো বিস্তারিত কিছুই জানা যায়নি। কেমন হবে এই চার্জিং টেকনোলজি? কত দ্রুত চার্জ দিতে পারবে স্মার্টফোনকে সে সম্পর্কে কোন কিছুই জানা সম্ভব হয়নি এখনও।
জেনেনিন : iPad এবং Mac কিনলে পেয়ে যাবেন বিনামূল্যে AirPods, নতুন অফার নিয়ে চলে এল Apple
এই বিষয়ে অফিশিয়ালি Realme কিছুই জানায়নি। আর রিয়েলমি অতি সম্প্রতি যে স্মার্টফোন গুলো রিলিজ করেছে তার মধ্যেও এই ডিভাইস কে সাপোর্ট করার মতো প্রযুক্তি নেই। তাই খুব দ্রুত যে আমরা এই প্রযুক্তি দেখতে পারবো তেমনটা মনে হচ্ছে না আমাদের।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো রিয়েলমি তাদের প্রথম ট্যাবলেট, যার নাম রাখা হয়েছে রিয়েলমি প্যাড(Realme Pad), তা লঞ্চ করতে চলেছে খুব শীঘ্রই। সেই ট্যাবলেটের বেশ কিছু ছবিও লিক হয়ে গিয়েছিল। তারই মধ্যে আবার আসছে আবার রিয়েলমি ল্যাপটপ। এই নতুন প্রোডাক্ট গুলোর জন্য আপনি কি এক্সাইটেড? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।