ফাঁস হয়ে গেল Samsung Galaxy A12s স্মার্টফোনের স্পেসিফিকেশন, একই সাথে জানা গেল Colour Variant এবং দাম

Samsung Galaxy A12s ShresthoTech

Sudhanshu Ambhore টুইটের মাধ্যমে Samsung Galaxy A12s স্মার্টফোনের বিষয়ে অনেক তথ্যই পরিষ্কার করে দেন। ইতিমধ্যেই তিনি স্মার্টফোনের যাবতীয় স্পেসিফিকেশন ফাঁস করেছেন। একই সাথে জানা গেছে স্মার্টফোনটির সম্ভাব্য দাম। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত।

Samsung Galaxy A12s কেমন স্পেসিফিকেশন হতে চলেছে?

এই স্মার্টফোনটির ডিসপ্লে হিসাবে আপনি পেয়ে যাবেন 6.5-Inch PLS IPS HD+ Panel Waterdrop-Style Notch Display। প্রসেসর স্মার্টফোনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এই স্মার্টফোনটির মধ্যে প্রসেসর হিসেবে থাকছে Samsung Exynos 8 Octa 850 Processor। একইসাথে স্মার্টফোনটি Android 11 দ্বারা পরিচালিত হতে সক্ষম। 

জেনেনিন : Apple MagSafe-র মত নতুন এক চার্জিং সিস্টেম নিয়ে আসছে Realme, নাম হতে চলেছে MagDart, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত

এবার আমরা জেনে নেবো স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ এর ব্যাপারে। স্মার্টফোন ক্যামেরার  কথা বলতে গেলে রয়েছে Quad Camera সেটআপ। যার মধ্যে আপনি পাবেন 48MP Primary Sensor, 8MP ultra-Wide-Angle lens, 2MP Macro Lens এবং 2MP Depth Sensor। সেলফি তোলার জন্য থাকছে 8MP Camera। একই সঙ্গে 5,000mAh Battery থাকছে স্মার্টফোনটিতে। এরই সাথে ইনক্লুড রয়েছে 15W Fast Charging এর সুবিধা। 

দাম কত রাখা হয়েছে?

আমরা জানি গ্লোবালি প্রকাশ হয়েছিল এই স্মার্টফোনটি। বর্তমানে 4GB RAM এবং 64GB Storage সম্পন্ন স্মার্টফোনটির দাম €180 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 15,500 টাকা। অপরদিকে 4GB RAM এবং 128GB Storage ভেরিয়েন্ট এর জন্য আপনাকে খরচ করতে হবে €200 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 17,500 টাকা।

ঠিক কবে এটি আমাদের দেশে লঞ্চ হবে সে সম্বন্ধে এখনও কিছু জানানো হয়নি তবে ভারতের বাজারে লঞ্চের পর গ্রাহকরা Black, White এবং Blue এই তিনটে কালার ভেরিয়েন্ট স্মার্টফোনটি কিনে নিতে পারবেন।