সম্প্রতি Popular Wearables Brand Amazfit লঞ্চ করতে চলেছে তাদের নির্মিত Zepp Z Smartwatch। ইতিমধ্যেই জানা গেছে স্পেসিফিকেশন এবং সম্ভাব্য দাম। একই সাথে পরিষ্কারভাবে লঞ্চ Date জানিয়ে দেওয়া হয়েছে। জেনে নেওয়া যাক এই স্মার্টওয়াচ সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Smartwatch Zepp Z স্পেসিফিকেশন
এই Smartwatch টির মধ্যে আপনি 2.5D Corning Gorilla 3 Reinforced Glass বিশিষ্ট 1-39-Inch AMOLED Display পেয়ে যাবেন। একই সাথে Anti-Fingerprint Coating এবং 454×454 Pixel Resolution রয়েছে। এছাড়াও স্মার্টওয়াচ এর মধ্যে 12 টি Sport Modes ইনক্লুড রয়েছে যার মধ্যে আপনি পেয়ে যাবেন Outdoor Running, Treadmill, Walking, Outdoor Cycling, Indoor Cycling, Open Water Swimming, Pool Swimming, Elliptical, Climbing, Trail Running, Skiing এবং Free Training Modes।
জেনেনিন : iPad এবং Mac কিনলে পেয়ে যাবেন বিনামূল্যে AirPods, নতুন অফার নিয়ে চলে এল Apple
কত mAh ব্যাটারি রয়েছে তা এখানো সংস্থার তরফ থেকে জানানো হয়নি। তবে এটিতে ব্যবহৃত ব্যাটারি বেশ ভালোই ব্যাকআপ দেয়। সংস্থার তরফ থেকে দাবি করে জানানো হয়েছে, এটিতে ব্যবহৃত ব্যাটারি সিঙ্গেল চার্জে 15 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম।
একই সাথে স্মার্টওয়াচটির মধ্যে যুক্ত রয়েছে SpO2, Stress Monitoring, Sleep Monitoring মত অন্যান্য অসাধারণ ফিচারস। সঠিকভাবে লোকেশন ট্র্যাক করার জন্য এটি তে ব্যবহৃত হয়েছে GPS এবং GLONASS Positioning সিস্টেম।
Zepp Z smartwatch দাম কত?
স্মার্টওয়াচটির মধ্যে আপনি পেয়ে যাবেন Grey Colour Brown Straps কালার ভেরিয়েন্ট। ভারতের বাজারে স্মার্টওয়াচ এর দাম রাখা হয়েছে 25,999 টাকা।
লঞ্চ Date কবে?
এই স্মার্টওয়াচটি লঞ্চ হতে আর খুব বেশি দেরি নেই। আগামী 20 ই জুলাই এটি আমাদের দেশে লঞ্চ হবে। Amazon প্লাটফর্মের ম্যাধমে এটি বিক্রি হবে বলে জানা গেছে। মনে করা হচ্ছে, লঞ্চের পরেই Sale Date সম্বন্ধে আমরা জানতে পারবো।