অতিসম্প্রতি রেডমি(Redmir)-র বেশ কয়েকটি স্মার্টফোনের দাম বাড়তে আমরা দেখেছি। তার সাথে আরও বেশ কিছু কোম্পানির স্মার্টফোনেরও দাম বেড়েছে। এবার সেই দলে নাম লেখালো Redmi 9 Power এবং Redmi 9A স্মার্টফোন দুটিও। দেখে নেওয়া যাক এই স্মার্টফোন দুটি দাম কত বাড়লো এবং এখন কত হয়েছে?
Redmi 9 Power এবং Redmi 9A-এর বর্তমান দাম
Redmi 9 Power এবং Redmi 9A-এর বর্তমান দাম জেনে নেওয়া যাক এখানে। Redmi 9 Power স্মার্টফোনটি 6GB-128GB ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছিল 12,999 টাকায়। সেটির দাম 500 টাকা বেড়ে গেলো। এখন তার দাম হয়েছে 13,499 টাকা। অনলাইন অফলাইন দুটো মার্কেটের ক্ষেত্রেই এই দাম বৃদ্ধি প্রযোজ্য হয়েছে।
Redmi 9A স্মার্টফোনটি 3GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ হয়েছিল 7,499 টাকা দিয়ে। তার দামও বেড়ে গেল 500 টাকা। বর্তমানে এর দাম রয়েছে 7,799 টাকা। এই দামবৃদ্ধি প্রযোজ্য হচ্ছে আজ থেকেই। অর্থাৎ জুলাই এর 17 তারিখ থেকেই।
এক ঝলকে দেখে নেওয়া যাক এই স্মার্টফোন দুটির স্পেসিফিকেশন্স
Redmi 9 Power-এর মধ্যে রয়েছে 6.5 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। পাওয়া যাবে ওয়ারড্রপ নচ ডিজাইন। ক্যামেরার কথা বলতে গেলে এর মধ্যে রয়েছে কোয়াড ক্যামেরা(Quad Camera) সেটআপ। যার মধ্যে 48 মেগাপিক্সেল এর প্রাইমারি সেন্সর রয়েছে। রয়েছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাংগেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর রয়েছে। পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও।
Battery-র কথা বলতে গেলে এর মধ্যে রয়েছে 6,000mAh এর ম্যাসিভ ব্যাটারি। আর 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। রয়েছে Qualcomm Snapdragon 625 প্রসেসর।
Redmi 9A স্পেসিফিকেশন্স দেখে নেওয়া যাক এবার। Redmi 9A-র মধ্যে রয়েছে 6.5 ইঞ্চ এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। তার সাথে রয়েছে 3GB RAM এবং 32 GB স্টোরেজ। পাওয়া যাবে MediaTek Helio G25 প্রসেসর। ক্যামেরার কথা বলতে গেলে এর মধ্যে রয়েছে একটি মাত্র ক্যামেরা ব্যাক সাইডে। আছে LED ফ্ল্যাশ। সেলফির জন্য রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাওয়া যাবে 5000mAh-এর ব্যাটারিও।