মুক্তি পেল Redmi Note 10T দেখে নিন যাবতীয় স্পেসিফিকেশনস, দাম

Redmi Note 10T 5G ShresthoTech

সম্প্রতি Russia তে Xiaomi সংস্থা লঞ্চ করে দিল Redmi Note 10T। কেমন এই স্মার্টফোনটি? নিম্নে তার বিবরণ দেওয়া হলো।

Redmi Note 10T স্পেসিফিকেশন

Redmi Note 10T থাকছে 6.5-inch FHD+ 2400×1080 রেজুলেশন যুক্ত AdaptiveSync+ Dot Display। এরই সঙ্গে রয়েছে 90Hz Refresh Rate। Redmi Note 10T তে Processor হিসাবে আপনি পেয়ে যাবেন MediaTek Dimensity 700 Chipset। এটি নিঃসন্দেহে ভালো প্রসেসর। এবার আসা যাক স্মার্টফোনের ব্যাটারির ব্যাপারে। এটিতে আপনি পেয়ে যাবেন 5,000mAh এর Battery। এরই সাথে ইনক্লুড রয়েছে 18W Fast Charging এর সুবিধা।

বর্তমান সময়ে ইয়াং জেনারেশন এর কাছে স্মার্টফোনের ক্যামেরার কথা অস্বীকার করা যায় না। ক্যামেরা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ স্মার্টফোনের। সেক্ষেত্রে এই স্মার্টফোনটির মধ্যে আপনি ক্যামেরা সেট আপ হিসেবে পেয়ে যাবেন 48MP Primary Sensor, 2MP Macro lens এবং 2MP Depth Sensor। এছাড়াও রয়েছে 8MP এর সেলফি ক্যামেরা।

জানেন কি : ভারত সরকারের সাথে টুইটারের চাপানউতোরের মধ্যেই ইস্তফা দিলেন গ্রিভেন্স অফিসার, Twitter ব্যান কি অবশ্যম্ভাবী?

এখানেই শেষ নয় আরও থাকছে Side-Mounted Fingerprint Sensor, Wi-Fi 5GHz, NFC, Type-C Port এবং 3.5mm Headphone Jack। জানা গেছে স্মার্টফোনটি Android 11 এর উপর ভিত্তি করে MIUI 12 দ্বারা পরিচালিত। সবশেষে স্মার্টফোনটির ওজন 190 গ্রাম।

দাম কত রাখা হয়েছে?

Russia তে এই স্মার্টফোনটি শুধুমাত্র 4G Supports এর সাথেই মুক্তি পেয়েছে। এর 4GB+128GB দাম রাখা হয়েছে RUB 19,990 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 20,500 টাকা। এরই সঙ্গে সংস্থা স্মার্টফোনটির 6GB/64GB ও 6GB/128GB ভেরিয়েন্টের কথাও ঘোষণা করেছেন তবে সে ক্ষেত্রে এর দাম কত তা এখনও সংস্থার তরফ থেকে জানানো হয়নি। এই স্মার্টফোনটি Green, Silver, Gray, Blue এই 4 টি Colour Options এ প্রকাশিত হয়েছে।