গত বছরে টেকনোর তরফ থেকে লঞ্চ করা হয়েছিল Techno Spark Go 2020 স্মার্টফোন টিকে। সেটা ছিল সেপ্টেম্বর মাস। অবশেষে বহুদিন পর আসতে চলেছে Techno Spark Go 2021। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে টেকনো তরফ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয়ে গেছে।
শুধু মাত্র এখানেই শেষ নয়। এই স্মার্টফোনটি সেল করা হবে এক্সক্লুসিভলি অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) মাধ্যমে। ইতিমধ্যেই প্লাটফর্মে মাইক্রো সাইট তৈরী হয়ে গেছে এই স্মার্টফোনের জন্য। যেখান থেকে আমরা বেশ কিছু স্পেসিফিকেশনস সম্পর্কে জানতে পেরে যাচ্ছি এখুনি।
অ্যামাজনে Techno Spark Go 2021 এর মাইক্রো সাইট থেকে আমরা দেখতে পাচ্ছি এই স্মার্টফোনটির থাকবে 6.52 ইঞ্চির HD+ Dot Notch ডিসপ্লে। আছে ডুয়েল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর 13 মেগাপিক্সেলের। আর আছে 5000mAh এর ম্যাসিভ ব্যাটারি। পাওয়া যাবে 8 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। তার পাশেই Microslit Front Flash আছে।
এর প্রসেসর কি থাকবে সেটাও জানানো হয়নি এখনও। স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (Smart FIngerprint Sensor) রয়েছে ব্যাকে। ব্লুটুথ অডিও শেয়ারিং এর অপশন পাওয়া যাবে। পাওয়া যাবে ডুয়াল 4G VoLTE সাপোর্ট। এখনও পর্যন্ত এই স্মার্টফোনটির এই সমস্ত স্পেসিফিকেশন্স গুলোই অফিসিয়ালি রিভিল করা হয়েছে।
সমস্ত স্পেসিফিকেশন জানার জন্য আমাদের ওয়েট করতে পারে মাত্র কয়েকটি দিন। ডিভাইস টিকে আনভিল করা হবে জুলাই মাসের 1 তারিখ দুপুর ঠিক 12 টায়।