Geekbench-এ দেখা গেল Samsung Galaxy M52 5G স্মার্টফোন, কেমন হবে এর স্পেসিফিকেশন্স?

ইতিমধ্যেই আমরা স্যামসাংয়ের M সিরিজের দুটো স্মার্টফোন লঞ্চ হতে দেখেছি। এবার মনে করা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M সিরিজের নতুন এক স্মার্টফোন লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোন সম্পর্কে আমরা কি কি জানতে পারছি। স্যামসাংয়ের নতুন M সিরিজের স্মার্টফোনটিকে মনে করা হচ্ছে হতে পারে Samsung Galaxy M52 5G স্মার্টফোন। 

Geekbench-এ দেখা গেল Samsung Galaxy M52 5G স্মার্টফোন

Samsung Galaxy M52 5G স্মার্টফোন টিকে ইতিমধ্যেই Geekbench সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে তার মডেল নাম্বার রয়েছে SM-M526BR। এই লিস্টিং দেখা যাচ্ছে এর মধ্যে রয়েছে Octa-Core প্রসেসর। এর ক্লক ফ্রিকোয়েন্সি রয়েছে 1.80GHz। আর রয়েছে Adreno 642L GPU। এর কোড নেম রয়েছে ‘lahaina’। 

জানেন কি : ইনস্টাগ্রামে এই সুন্দর ফিচারটি আসতে চলেছে খুব শীঘ্রই, সকল ইউজাররাই উপকৃত হবেন এই ফলে

সমস্ত কিছু দেখে মনে করা হচ্ছে এর মধ্যে থাকতে পারে Qualcomm Snapdragon 778G প্রসেসর। আর থাকতে পারে 6GB RAM। আর অবশ্যই Android 11 উপর ভিত্তি করে থাকবে OneUI। এর আগে আমরা শুনেছিলাম Samsung Galaxy M52 হবে Galaxy F52 5G এর রিব্রান্ডেড ভার্শন হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য Galaxy F52 5G গত মাসে চিনে লঞ্চ করে দেওয়া হয়েছিল। তবে এর Geekbench লিস্টিংর দেখেই বোঝা যাচ্ছে সেটা হচ্ছে না। 

এখনও পর্যন্ত এই স্মার্টফোন সম্পর্কে এর বেশি কিছু জানা সম্ভব না হলেও মনে করা হচ্ছে খুব শিগগিরই স্মার্টফোন সম্পর্কে সমস্ত তথ্য আমরা জানতে পেরে যাব।  কেমন লাগলো এই স্মার্টফোন আপনার? শ্রেষ্ঠ টেক-এর টেক আপডেট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জয়েন করুন।