16ই জুলাই ভারতে লঞ্চ হবে Vivo X50 সিরিজ, টক্কর হবে ওয়ান প্লাস নর্ডের সাথে

একুশে জুলাই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস সিরিজের ওয়ানপ্লাস নর্ড স্মার্টফোনটি।

তার ঠিক আগে 16ই জুলাই ভারতের বাজারে লঞ্চ হবে Vivo X50 সিরিজ। ভিভো এক্স 50 সিরিজ ছাড়াও, সংস্থাটি ভারতে তার প্রথম জোড়া ট্রু ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করবে।

ভিভো এক্স 50 সিরিজের মধ্যে রয়েছে দুটি ফোন, যথা- Vivo X50 ও Vivo X50 Pro । এই মিড-রেঞ্জের প্রিমিয়ার স্মার্টফোন দুটি ভারতীয় ই-কমার্স প্লাটফর্ম ফ্লিপকার্ট এ লঞ্চ হবে।

কি চমক থাকছে ভিভো এক্স 50 সিরিজের ফোনগুলিতে?

চিপসেট: ভিভো এক্স 50 এবং এক্স 50 প্রো স্ন্যাপড্রাগন 765G 5G চিপসেট সহ ভারতের প্রথম স্মার্টফোন হতে চলেছে।

স্পেশাল ফিচার: ফোন দুটির স্পেশালিটি হলো এর প্রিমিয়ার ডিজাইন ল্যাংগুয়েজ ও জিম্বেল(gimbal) ক্যামেরা স্টেবিলাইজেশন।

ক্যানেক্টিভি: 5G।

স্ক্রিন: 6.56-inch FHD+ AMOLED ডিসপ্লে।

ব্যাক ক্যামেরা: কোয়াড ক্যামেরা সেট-আপ। 48MP Sony IMX598 primary sensor, একটি 13MP Samsung sensor, একটি 8MP telephoto lens এবং একটি 8MP ultra-wide-angle lens।

ফ্রন্ট ক্যামেরা: 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

প্রসেসর: Qualcomm Snapdragon 765 5G processor।

RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট: 8 GB ও তার অধিক RAM যুক্ত ভ্যারিয়েন্ট।

অপারেটিং সিস্টেম: Android 10 ইন বক্স।

আরও জানুন : চাইনিজ অ্যাপ ব্যানে সব থেকে বেশি লাভবান কোন কোন অ্যাপ ? জানলে অবাক হবেন !

ব্যাটারি ক্যাপাসিটি: 33W fast-charging সহ 4200mAh ব্যাটারি(ভিভো এক্স 50) ও 4315 mah ব্যাটারি(ভিভো এক্স 50 প্রো)।

দাম: এই নিয়ে বিশেষ কিছু জানা যায়নি।