বাবার জন্য তৈরি করুন গ্রিটিংস কার্ড, দারুন উদ্যোগ গুগলের

আমরা সবসময় খেয়াল করে দেখি গুগল বিশেষ বিশেষ দিনগুলো উপলক্ষে তাদের নানান ধরনের ডুডল নিয়ে আসে। আর সেটা ইউজারদের মধ্যে প্রচণ্ড রকমের জনপ্রিয় ।

এর আগেও আমরা তাদের দেখেছিলাম লকডাউন উপলক্ষে নানান ধরনের ডুডল নিয়ে আসতে।

আর আজকে ফাদার্স ডে উপলক্ষে তেমনই এক বিশেষ ধরনের ডুডল নিয়ে এল গুগল । 

গুগলের এই ডুডল এর সাহায্যে আপনি আপনার বাবার জন্য গ্রিটিংস কার্ড তৈরি করতে পারবেন । আপনার পছন্দমত কাস্টমাইজ করতে পারবেন সেটিকে আর সব শেষে সেটাকে পাঠিয়েও দিতে পারবেন আপনার বাবাকে । এবং শুভেচ্ছা জানাতে পারবেন তাকে, শ্রদ্ধা জানাতে পারবেন তাকে। 

কিভাবে গুগলের এই নতুন ডুডল ব্যবহার করবেন ?

গুগল এর এই নতুন ডুডল ব্যবহার করার জন্য প্রথমেই গুগল ওপেন করে নিন । এবং তারপর তাদের নতুন ডুডলে ক্লিক করে নিন । 

আপনি যাই ক্লিক করে নেবেন সেই নতুন ডুডলে তাহলে লোডিং দেখাবে এবং তারপর একটা ক্যানভাস খুলে যাবে । 

সেই ক্যানভাসে আপনি ট্যাপ করে বা ক্লিক করে আপনার পছন্দমত ডিজাইন করতে পারবেন। তার সাথে নিচের দিকে দেখুন নানান ধরনের অপশন দেওয়া রয়েছে। যেখানে নানান ধরনের অবজেক্ট রয়েছে নিচে । হার্ট রয়েছে, জেমস রয়েছে, সিহর্স রয়েছে, আরও নানান ধরনের জিনিস গুলো রয়েছে যেগুলোকে আপনি ক্লিক করে আপনার গ্রিটিংস কার্ড এ এনে ইনক্লুড করতে পারবেন।

সমস্ত কিছু করা হয়ে গেলে দেখুন ডানদিকে নিচে সেন্ড অপশন রয়েছে ।

আরও জানুন : মাত্র 1 সেকেণ্ডে ডাউনলোড করে নিতে পারবেন 1,000 টি HD মুভি, পাওয়া গেল বিশ্বের দ্রুততম ইন্টারনেট

অর্থাৎ সেখানে ক্লিক করে সেটাকে আপনি আপনার বাবাকে পাঠিয়ে পাঠিয়ে দেবার অপশন পেয়ে যাবেন। 

আপনি হোয়াটস্যাপ, ইমেইল বা অন্যান্য মাধ্যমের মধ্য দিয়ে পাঠাতে পারবেন খুব সহজে । 

তাহলে আর দেরি কেন ? এখনই গুগল ওপেন করে নিন আর তৈরি করে নিন আপনার পছন্দমত গিটিংস কার্ড ।