ইন্ডিয়ান টেলিকম জায়ান্ট রিলায়েন্স জিও প্রায়ই তাদের ইউজারদের জন্য নানান ধরনের অফার নিয়ে আসেন। যার ফলে তাদের ইউজাররাও খুশি হন আর তারই সাথে বাড়তে থাকে তাদের কাস্টমার বেস।
এবার আরেক নতুন অফার নিয়ে আসতে চলেছে রিলায়েন্স জিও। যার ফলে রিলায়েন্স জিও কাস্টমাররা এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে ।
এর আগেও আমরা দেখেছিলাম জিও হটস্টার সাবস্ক্রিপশন দিচ্ছিল বিনামূল্যে । পরবর্তীকালে হটস্টার এর সাথে ডিজনির ডিল হয় এবং তারপরই এই প্রথম এমন কোন অফার নিয়ে আসতে চলেছে রিলায়েন্স জিও ।
কবে আসবে এই অফার ? কিভাবে পাবেন এই সুবিধা ?
এই বিষয়ে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি কবে এই অফার বাজারে নিয়ে আসবে রিলায়েন্স জিও । এই অফারের খুঁটিনাটি ডিটেলস এখনও আমাদের অজানা । তবে জিও তাদের ওয়েবসাইটে কামিং সুন ব্যানার তৈরি রেখেছে এই অফারের জন্য।
আরও জানুন : একজন ভারতীয় কে $1,00,000 পুরস্কার দিল অ্যাপেল !
নিঃসন্দেহে এর ফলে জিও ইউজাররা ডিজনি প্লাস হটস্টার ভিআইপি এর সমস্ত কন্টেন্ট উপভোগ করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
যা নিঃস্বন্দেহে দারুন ব্যাপার হবে জিও সাবস্ক্রাইবারদের জন্য।