মাত্র 1 সেকেণ্ডে ডাউনলোড করে নিতে পারবেন 1,000 টি HD মুভি, পাওয়া গেল বিশ্বের দ্রুততম ইন্টারনেট

সমস্ত রেকর্ড ভেঙ্গে এবার বিশ্বের দ্রুততম ইন্টারনেট ডেটা স্পিড এর তকমা এনে দিলেন অস্ট্রেলিয়ার এক দল গবেষক । 

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটির একদল গবেষক এই বিপুল পরিমাণ ডেটা স্পিড রেকর্ড করতে পেরেছেন।

এখানে যেমন তেমন ইন্টারনেট স্পিড এর কথা বলে হচ্ছেনা।  বলা হচ্ছে 44.2 টেরা বাইট পার সেকেন্ড ইন্টারনেট স্পিডের কথা।

গবেষকদের মতে তারা এই বিপুল পরিমাণ ইন্টারনেট ডেটা স্পিড লাভ করতে পেরেছেন ফাইবার অপটিক টেকনোলজির সাথে একটা নতুন ডিভাইস জুড়ে দিয়ে। 

অর্থাৎ এই বিপুল পরিমাণ ইন্টারনেট স্পিড এ আপনি এক সেকেন্ডেরও কম সময়েও হাজারটি এইচডি কোয়ালিটির মুভি ডাউনলোড করে ফেলতে পারবেন । যা অবিশ্বাস্য মনে হলেও সত্যি। 

আরও জানুন : রমজান উপলক্ষে দারুন অফার নিয়ে এল BSNL, অবশ্যই দেখে নিন!

তবে জনসাধারণের ব্যবহারের জন্য নয় এটি। আরও নানান ধরণের গবেষণা চালিয়ে যাওয়া হবে এর মাধ্যমে।