হতে চলেছে ফিশিং অ্যাটাক, চুরি যাবে আপনার পার্সোনাল ও ফাইন্যান্সিয়াল ডাটা, সতর্ক করল গভর্মেন্ট

এবার এক অভিনব অ্যাটাক এর ব্যাপারে সতর্ক করল গভর্মেন্ট । এবং তারা জানিয়ে দিল যে এই একটা করা হবে মূলত ফিশিং অ্যাটাক এর আকারে। এর মাধ্যমে আপনাকে ইমেইল পাঠানো হবে যার সাবজেক্ট লেখা থাকতে পারে কোভিড19 ফ্রি টেস্ট এর নামে । 

তার মধ্যে দেওয়া থাকবে ফিশিং লিংক । আপনি যদি সেই লিংকে ক্লিক করেন তাহলে আপনার যাবতীয় তথ্য তা আপনার পার্সোনাল ইনফরমেশন থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন পর্যন্ত চলে যেতে পারে হ্যাকারদের কবলে । 

আর এই অ্যাটাক শুরু হবে আজ থেকে । এই বিষয়ে সতর্ক করে নোটিশ জারি করেছে সিইআরটি অর্থাৎ কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম ।

তাই আপনি যদি ইমেইল ব্যবহার করেন তাহলে সতর্ক থাকুন । অজানা অচেনা কারোর কাছ থেকে ইমেইল এলে সাবধান হয়ে সেই ইমেইল ওপেন করুন।

আরও জানুন : বাবার জন্য তৈরি করুন গ্রিটিংস কার্ড, দারুন উদ্যোগ গুগলের !

তাই একদমই ব্যাপারটিকে হালকাভাবে নেওয়া উচিত না । ভারত সরকারের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম আপনাকে এটাও জানিয়ে দিয়েছে যে যদি কোন অজানায় ইমেইল থেকে সরকারের নামে কোনরকম অ্যাটাচমেন্ট পাঠানো হয় সেটা যেন ভালো করে চেক করে তবেই খোলা হয় !

তাই সতর্ক থাকুন, সাবধান থাকুন ।