রিয়েলমি তাদের Realme Narzo সিরিজ লঞ্চ করেছে কিছুদিন আগেই। এবং রিয়েলমি ফ্যানদের মধ্যে এই সিরিজ এখনও পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ।
এর আগে আমরা এই Realme Narzo 10A সিরিজে পেতাম 3জিবি RAM ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ। যার দাম 8,499 টাকা। তারই মধ্যে Realme Narzo 10A সিরিজের এক নতুন ভেরিয়েন্ট নিয়ে চলে এলো রিয়েলমি !
এই নতুন ভেরিয়েন্ট আপনি পাবেন 4 জিবি RAM ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে।
এই নতুন ভেরিয়েন্ট অলরেডি লিস্টেড হয়ে গেছে ফ্লিপকার্ট এ । যার দাম রাখা হয়েছে 9,999 টাকা ।
তবে এখনও পর্যন্ত এটা এভেলেবেল নয় । এটা রাখা হয়েছে কামিং সুন লান্ডিং পেজ এ।
Realme Narzo 10A এর স্পেসিফিকেশন্স !
ক্যানেক্টিভি: ডুয়াল ন্যানো সিম(4G VOLTE)।
স্ক্রিন : 6.52-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে(720×1600 পিক্সেলস)। থাকছে Corning Gorilla Glass 3 এর প্রটেকশন।
ব্যাক ক্যামেরা: ট্রিপল ক্যামেরা। 12-মেগাপিক্সেল + 2-মেগাপিক্সেল + 2-মেগাপিক্সেল।
ফ্রন্ট ক্যামেরা: 5 মেগাপিক্সেল।
উভয় ক্যামেরাতে সাপোর্ট করে এআই বিউটিফিকেশন,HDR , প্যানারোমা, আর টাইমল্যাপ্স।
আরও জানুন : হতে চলেছে ফিশিং অ্যাটাক, চুরি যাবে আপনার পার্সোনাল ও ফাইন্যান্সিয়াল ডাটা, সতর্ক করল গভর্মেন্ট
এছাড়া ফুল HD (1080P) ভিডিও রেকর্ডিং সাপোর্ট উইথ 30fps ফ্রেম রেট সাপোর্ট করবে।
প্রসেসর: octa-core MediaTek Helio G70 ।
RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট: 3GB RAM আর 32 GB স্টোরেজ।
দাম: 8,499 টাকা। তার সাথে এই নতুন ভেরিয়েন্ট ।
অপারেটিং সিস্টেম: রিয়ালমি UI বেসড Android 10।
ব্যাটারি ক্যাপাসিটি: 5,000mAh ব্যাটারি।
সেন্সর: Accelerometer, Ambient light, Magnetometer, Rear-mounted Fingerprint Sensor, আর একটি Proximity Sensor।