সেলের প্রথম 128 সেকেন্ডের মধ্যেই 70,000 ইউনিটের বেশি বিক্রি হল রিয়েলমির এই স্মার্টফোন, হতবাক করা তথ্য !

রিয়েলমির সিইও মাধব শেঠ দাবি করেছেন, যে ব্র্যান্ডের লেটেস্ট বাজেট স্মার্টফোন রিয়েলমি নারজো 10 বাজারে আসার মাত্র দুই মিনিটের মধ্যে 70K ইউনিট বিক্রি হয়েছে।

অল্প কিছু দিন আগেই রিয়েলমি লঞ্চ করেছে রিয়েলমি নারজো 10 সিরিজ।

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে তিনি বিস্তারিত টুইট করেছেন । দেখে নিন তার করা টুইট !

রেডমি নোট 9, ভিভো ইউ 20 এর মতো মিড-রেঞ্জ এর ফোনগুলোরটির সাথে এর কম্পিটিশন হবে ।

একনজরে দেখে নিন রিয়েলমি নারজো 10 এর স্পেসিফিকেশনস।

ক্যানেক্টিভি: ডুয়াল ন্যানো সিম (4G VOLTE)।

স্ক্রিন: 2.5D কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনসহ 6.5-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে(720×1600 পিক্সেলস)।

ব্যাক ক্যামেরা: 10X জুমের সাথে থাকছে 48-মেগাপিক্সেল + 8-মেগাপিক্সেল + 2-মেগাপিক্সেল + 2-মেগাপিক্সেল ক্যামেরা।

এআই বিউটিফিকেশন,HDR, প্যানারোমা, আর টাইমল্যাপ্স সাপোর্টেড। এছাড়া ফুল HD (1080P) ভিডিও রেকর্ডিং সাপোর্ট উইথ 30fps ফ্রেম রেট সাপোর্ট করবে।

ফ্রন্ট ক্যামেরা: 16 মেগাপিক্সেল।

প্রসেসর: octa-core MediaTek Helio G80 (12nm)[ G52 GPU আর 4GB অব LPDDR4X RAM]।

RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট: 4GB RAM আর 128 GB স্টোরেজ।

আরও জানুন : আপনি কি লকডাউনের পর ফোন কেনার কথা ভাবছেন ? দেখে নিন রিসেন্টলি লঞ্চ হওয়া এই ফোনগুলো

দাম: 11,999 টাকা।

অপারেটিং সিস্টেম: রিয়ালমি UI বেসড Android 10।

ব্যাটারি ক্যাপাসিটি: 18W ফাস্ট চারজিং সহ 5,000mAh ব্যাটারি।

অর্থাৎ,মিড-রেঞ্জের ফোনে যা যা থাকা প্রয়োজন তার প্রায় সবকটা স্পেসিফিকেশন পাওয়া যাবে এই ফোনে।

মাত্র 128 সেকেন্ড সময়ে এতো ইউনিট সেল হওয়া সত্যিই অবাক করার মতো ব্যাপার।