আপনি কি লকডাউনের পর ফোন কেনার কথা ভাবছেন ? দেখে নিন রিসেন্টলি লঞ্চ হওয়া এই ফোনগুলো

যতদূর আশা করা হচ্ছে এবার লকডাউন হওয়া সত্ত্বেও ইকমার্স কম্পানিগুলিকে ভারত সরকার রেড জোনতেও ডেলিভারি করার অনুমতি দেবে। তাই আপনি যদি ভাবেন লকডাউনের পর ফোন কিনবেন আর কিছুদিন অপেক্ষা করুন।

দেখে নিন সম্প্রতি লঞ্চ হওয়া এই সকল ফোন গুলির স্পেসিফিকেশন।

Realme Narzo 10 ফোনের স্পেসিফিকেশনস :

ক্যানেক্টিভি: ডুয়াল ন্যানো সিম(4G VOLTE)।

স্ক্রিন: 2.5D কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনসহ 6.5-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে(720×1600 পিক্সেলস)।

ব্যাক ক্যামেরা: 10X জুমের সাথে থাকছে 48-মেগাপিক্সেল + 8-মেগাপিক্সেল + 2-মেগাপিক্সেল + 2-মেগাপিক্সেল ক্যামেরা।

এআই বিউটিফিকেশন,HDR , প্যানারোমা, আর টাইমল্যাপ্স সাপোর্টেড। এছাড়া ফুল HD (1080P) ভিডিও রেকর্ডিং সাপোর্ট উইথ 30fps ফ্রেম রেট সাপোর্ট করবে।

ফ্রন্ট ক্যামেরা: 16 মেগাপিক্সেল।

প্রসেসর: octa-core MediaTek Helio G80 (12nm)[ G52 GPU আর 4GB অব LPDDR4X RAM]।

RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট: 4GB RAM আর 128 GB স্টোরেজ।

দাম: 11,999 টাকা।

অপারেটিং সিস্টেম: রিয়ালমি UI বেসড Android 10।

ব্যাটারি ক্যাপাসিটি: 18W ফাস্ট চারজিং সহ 5,000mAh ব্যাটারি।

Realme Narzo 10A ফোনের স্পেসিফিকেশনস :

ক্যানেক্টিভি: ডুয়াল ন্যানো সিম(4G VOLTE)।

স্ক্রিন : 6.52-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে(720×1600 পিক্সেলস)। থাকছে Corning Gorilla Glass 3 এর প্রটেকশন।

ব্যাক ক্যামেরা: ট্রিপল ক্যামেরা। 12-মেগাপিক্সেল + 2-মেগাপিক্সেল + 2-মেগাপিক্সেল।

ফ্রন্ট ক্যামেরা: 5 মেগাপিক্সেল।

উভয় ক্যামেরাতে সাপোর্ট করে এআই বিউটিফিকেশন,HDR , প্যানারোমা, আর টাইমল্যাপ্স।

এছাড়া ফুল HD (1080P) ভিডিও রেকর্ডিং সাপোর্ট উইথ 30fps ফ্রেম রেট সাপোর্ট করবে।

প্রসেসর: octa-core MediaTek Helio G70 ।

RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট: 3GB RAM আর 32 GB স্টোরেজ।

দাম: 8,499 টাকা।

অপারেটিং সিস্টেম: রিয়ালমি UI বেসড Android 10।

ব্যাটারি ক্যাপাসিটি: 5,000mAh ব্যাটারি।

সেন্সর: Accelerometer, Ambient light, Magnetometer, Rear-mounted Fingerprint Sensor, আর একটি proximity sensor।

এই অ্যাপেল আইফোন SE 2020 ফিচারস !

আইপিএস টেকনোলজি-4.7-ইঞ্চি (ডাইগোনাল) উইডস্ক্রিন এলসিডি ডিসপ্লে(750×1334 pixels)। হ্যাপ্টিক টাচ সপোর্ট করবে।

এটি অ্যাপল A 13 বায়োনিক চিপ দ্বারা চালিত।

LED ট্রু টোন ফ্ল্যাশসহ 12 মেগাপিক্সেল সিংগেল ব্যাক ক্যামেরা (f/1.8 aperture + OIS)। 60fps 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

7মেগাপিক্সেল সেলফি ক্যামেরা(f/2.2)।

কানেটটিভি VoLTE, Wi-Fi 802.11ax, NFC, Bluetooth v5.0, GPS/ A-GPS, এবং Lightning port।

দাম হবে 42,500 টাকা

কি কি স্পেসিফিকেশন থাকছে মি 10 এ ?

এই ফোনে থাকছে লেটেস্ট 5G ক্যানেক্টিভির সাথে ডুয়াল ন্যানো সিম।

MIUI স্কিন দ্বারা পরিচালিত লেটেস্ট অ্যান্ড্রয়েড 10 পাওয়া যাবে।

90Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ-স্যাম্পলিং রেটসহ থাকছে 6.67-ইঞ্চির full-HD+ (1,080×2,340 পিক্সেলস) 3D কার্ভড E3 AMOLED ডিসপ্লে।

এই ফোনে 1,120 নিটস পিক ব্রাইটনেস আর ডটডিসপ্লে পাওয়া যাবে।

প্রসেসর Qualcomm Snapdragon 865 এর সাথে LPDDR5 এর 8GB RAM থাকছে।

এই ফোনের অন্যতম ফিচার হলো LiquidCool 2.0 Vapor Chamber যেটি থার্মাল ম্যানেজমেন্টের জন্য তৈরি।

ব্যাকে থাকছে কোয়াড রেয়ার ক্যামেরা। সাত পিস লেন্স ও অপটিক্যাল ইমেজ স্টেবিলিস্টিং (OIS) ফিচারসহ প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেল।

ব্যাকে আরো থাকছে 113 ডিগ্রী ফিল্ড অফ ভিউসমেত 13-মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স আর একজোড়া 2 মেগাপিক্সেল ক্যামেরা।

ক্যামেরা অ্যাপটি হবে দারুন। এতে থাকবে Focus Peaking, Exposure Verification, HEIF Support, and LOG Mode এর মত দুর্দান্ত ফিচারস।

সেলফি ক্যামেরা 20 মেগাপিক্সেল। ফোনটিতে পাবেন প্রিলোডেড AI 2.0 টেকনোলজি যা সঠিকভাবে এক্সপোজার, কালার, ব্রাইটনেস সরবরাহ করবে।

দুটি স্টোরেজ ভারিয়েন্ট পাওয়া যাবে। UFS 3.0 এর 128GB আর 256GB ইন্টারণাল স্টোরেজ অপশন থাকবে কিন্তু এই স্টোরেজ microSD কার্ড ইউস করে বাড়ানো যাবেনা।

30W ফাস্ট চারজিং সাপোর্টসহ ব্যাটারি 4,780mAh। তার দিয়ে বা ওয়্যারলেস দুভাবেই চার্জ করা যাবে।

শুধু তাই নয় 10W রিভার্স চারজিং ফিচার থাকছে।

দাম হবে 49,999 (128GB) বা 54,999(256GB)।

কি কি স্পেসিফিকেশন থাকছে মটোরোলা এজ+ ফোনে ?

লেনোভো মালিকানাধীন মটোরোলার পক্ষ থেকে বহুদিন পরে এরকম একটি ফ্ল্যাগশিপ ফোন চোখে পড়লো।

স্ক্রিন: 90Hz রিফ্রেস রেট ও HDR10+ ক্লাসিফিকেশনসহ 6.7-ইঞ্চি কার্ভড ফুল-এইচডি+ ওলেড হোল-পাঞ্চ ডিসপ্লে।

ব্যাক ক্যামেরা: থাকছে ট্রিপল ক্যামেরা সেট-আপ।3x optical zoom সহ প্রাইমারি 108-মেগাপিক্সেল ক্যামেরা + 16-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স+ 8-মেগাপিক্সেল telephoto ক্যামেরা।

স্পেশাল হলো ব্যাকে 3D Time of Flight (ToF) সেন্সর।

ফ্রন্ট ক্যামেরা: 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

প্রসেসর: Qualcomm Snapdragon 865  প্রসেসর।

RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট: 12GB LPDDR5 RAM আর 256GB UFS 3.0 স্টোরেজ (ননএক্সপ্যান্ডডেবল)।

দাম: Rs. 75,300।

অপারেটিং সিস্টেম: ক্লোস টু স্টক অ্যান্ড্রয়েড UI বেসড Android 10।

ব্যাটারি ক্যাপাসিটি: 18W ফার্স্ট চারজিং সাপোর্টসহ 5000mAh ব্যাটারি।

15W ওয়্যারলেস চারজিং, 5W রিভার্স ওয়্যারলেস চারজিং সাপোর্ট করে। সাপোর্ট করে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট।

কি কি ফিচারস পাওয়া যাবে Redmi Note 9 তে?

Redmi Note 9 এ থাকবে ডুয়াল সিম (Nano + Nano),6.53 ইঞ্চির full-HD+(1,080×2,340 পিক্সেলস) IPS ডিসপ্লে।

ডিসপ্লেতে থাকবে Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন।

এটির 3GB RAM+64GB Internal Storage ভ্যারিয়েন্টটির দাম হবে 199 US ডলার ।

4GB RAM +128 GB Internal storage ভ্যারিয়েন্টটির দাম হবে 249 US ডলার ।

Forest Green, Polar White, Midnight Grey কালার ভ্যারিয়েন্ট পাওয়া যাবে।

এতে থাকবে লেটেস্ট Android 10 যেটি MIUI 11 দ্বারা পরিচালিত, প্রসেসর MediaTek Helio G85।

ব্যাটারি 5020 mAh ,18W ফাস্ট চারজিং সাপোর্ট করবে ;ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল।

ব্যাকে থাকবে Quad Camera সেট-আপ 48 মেগাপিক্সেলের Samsung GM1 প্রাইমারি সেন্সরযুক্ত ক্যামেরার সঙ্গে।