শীঘ্রই লঞ্চ হতে চলেছে রিয়েলমি স্মার্ট টিভি, চলুন দেখে নেওয়া যাক এর স্পেকস ও ঝলক

বহুদিন আগে থেকেই আমরা শুনে আসছি রিয়েলমি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে তাদের স্মার্ট টিভি । 

অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে । রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব সেট টুইট করে জানিয়েছেন এই লঞ্চের খবর । 

আগামী 25 তারিখ অর্থাৎ এই মে মাসেরই 25 তারিখ লঞ্চ হবে রিয়েলমির এই স্মার্ট টিভি। এটি হবে অনলাইন লঞ্চ ইভেন্ট এর মাধ্যমে।  আর সেটা শুরু হবে দুপুর 12:30 থেকে।

চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত আমরা কি কি ফিচার সম্পর্কে জানতে পারছি এই রিয়েলমির স্মার্ট টিভির !

রিয়েলমি স্মার্ট টিভিতে ব্রেজেল লেস ডিজাইন দেখব আমরা ।

400 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে…

উপরের দিকে এবং দুই পাশে থাকবে খুবই অল্প পরিমাণে ব্রেজেলস । তার তুলনায় নিচের দিকে ব্রেজেলের পরিমাণ একটু বেশি থাকবে। এবং এই নিচে ব্রেজেলের মধ্যেই থাকবে রিয়েলমি ব্রান্ডিং !

সাইজ কতটা হবে সে সম্পর্কে আমরা সঠিক তথ্য পায়নি । তবে 43 ইঞ্চির একটি মডেল আসতে পারে বলে মনে করা হচ্ছে ।

এই রিয়েলমি স্মার্ট টিভি ডিসপ্লে 400 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে । এছাড়াও 24W স্টিরিও সাউন্ড পেয়ে যাবেন এখানে । 

এছাড়াও থাকছে টিভিতে 64-bit quad core মিডিয়াটেক প্রসেসর । এখনও আমরা এর RAM বা স্টোরেজ সম্পর্কে জানতে পারিনি। তবে out-of-the-box এটা এন্ড্রয়েড টিভিতে চলবে।

আরও জানুন : লিক হল আইফোন 12 সিরিজের স্পেসিফিকেশনস, থাকছে চমকের পর চমক !

সমস্ত ফিচার গুলি জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 25 তারিখ পর্যন্ত।

রিয়েলমি স্মার্ট টিভির অফিসিয়াল পেজ দেখুন এখানে !

 তখনই আমরা বুঝতে পারব কি কি নতুন চমক থাকছে বাজারে অন্যান্য স্মার্ট টিভির তুলনা এই টিভিতে।