সিকিউরিটি সার্ভিস এনহান্স করতে নতুন আপডেট নিয়ে আসছে জুম ! তাহলে কি এবার মিটবে সমস্যা ?

9ই মে আসছে জুমের নতুন আপডেট। সিকিউরিটি সার্ভিস এনহান্স করাই এই আপডেটের মূল উদ্দেশ্য।

জুমবম্বিং রোখার ক্ষেত্রে জুমের এই প্রচেষ্টা ভালো কাজ দেবে বলে মনে করা হচ্ছে।

কি আসলে এই নতুন ফিচার ?

এক ব্লগ পোস্টে জুম কর্তৃক জানানো হয়েছে যে এই নতুন আপডেটে অ্যাডমিনরা পার্সোনাল আইডি (personal meeting IDs) ডিসেবেল করতে পারবেন ।

এই ফিচারটির নাম হলো PMIs ।

যখন পিএমআইগুলি ডিসেবেল করা হবে তখন ব্যবহারকারীরা একটি ম্যাসেজ পাবেন যেটি বলবে যে ‘পিএমআই ডিসেবেল আছে’

সমস্ত এক্সসিসটিং পিএমআই এবং পার্সোনাল লিঙ্কগুলি অবৈধ হয়ে যাবে এবং সেহেতু একটি Meeting হোস্ট করার জন্য এগুলি আর ব্যবহার করা যাবে না।

আরও জানুন : হ্যাক হয়ে গেল আনঅ্যাকাডেমির ডাটাবেস ! বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে !

এই নতুন আপডেটে, নতুন মিটিং, সিডিউল্ড মিটিং এবং ব্যক্তিগত মিটিং আইডি (পিএমআই) ব্যবহারকারী সকল মিটিংয়ের জন্য পাসওয়ার্ডের প্রয়োজন হবে।

আর কি কি থাকছে এই আপডেটে ?

এছাড়াও, স্ক্রিন শেয়ারিং এর ফিচারটি ডিফল্টরূপে হোস্টের অধীনে থাকবে।

এর আগে অনলাইন ক্লাসের মাঝে অশ্লীল ভিডিও চালু হয়ে যাবার অভিযোগ আসে , এই কারণেই এই উদ্যোগ।

জুম এছাড়াও ব্যবহারকারীদের Randomly জেনারেটেড আইডি দিয়ে তাত্ক্ষণিক মিটিং শুরু করার অপশনও দিচ্ছে।