ফেসবুক ঘোষণা করে দিল তাদের নতুন একটি ভিডিও কলিং ফিচার এর আগমন ! এই ফিচারের নাম তারা দিয়েছে মেসেঞ্জার রুম ।
আর এর মধ্য দিয়ে একসাথে 50 জন একই ভিডিও কলে একসাথে থাকতে পারবেন ।
অর্থাৎ 50 জনের সাথে একসাথে ভিডিও কল করা যাবে এই মেসেঞ্জার রুম ফিচারটির মাধ্যমে ।
আর সব থেকে বড় ব্যাপার এতে থাকবেন কোনো ভিডিও কলিং এর সময়সীমা !
বিশ্বজুড়ে লকডাউনের পর ভিডিও কলিং অ্যাপ্লিকেশনগুলোর প্রয়োজনীয়তা অনেক বেড়ে গেছে ! এবং প্রত্যেকদিন কোটি কোটি নতুন ইউজার যোগ দিচ্ছে এই প্লাটফর্ম গুলিতে।
যার মধ্যে জুম ভিডিও কলিং অ্যাপ্লিকেশন অন্যতম ।
আরও জানুন : লকডাউনে এবার ঘরে বসে ইনকামের সুযোগ এনে দিল ভোডাফোন-আইডিয়া ! জেনে নিন বিস্তারিত !
আর এই জুম ভিডিও কলিং অ্যাপ্লিকেশন এর মতোই কিছু ইন্টারেস্টিং ফিচার নিয়ে আসছে ফেসবুক তাদের এই মেসেঞ্জার রুমেতে !
চলুন দেখে নেওয়া যাক কি কি ফিচার থাকছে এই মেসেঞ্জার রুমেতে !
জুমের মতোই এখানে আপনি ভিডিও কল হোস্ট করতে পারবেন । এবং আপনার পাঠানো লিংকের মাধ্যমে জয়েন করতে পারবে পার্টিসিপেন্টসরা।
50 জনের সাথে একসাথে ভিডিও কল করা যাবে এই মেসেঞ্জার রুম ফিচারটির মাধ্যমে ।
এতে থাকবেন কোনো ভিডিও কলিং এর সময়সীমা !
আপনি প্রয়োজনে সেই লিঙ্ক ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারবেন বা কোন গরুপের মাধ্যমে শেয়ার করতে পারবেন ।
এই মেসেঞ্জার রুমেতে থাকছে ব্যাকগ্রাউন্ডে মুড অনুযায়ী লাইটিং এর সুবিধা !
আপনি প্রয়োজনে যেকোনো কাউকে এই ভিডিও কল থেকে বার করে দিতে পারেন !
প্রয়োজনে এটাকে লক করেও দিতে পারবেন । আর যাতে করে কেউ না এখানে যোগ দিতে পারে !
তবে একটা কথা বলে রাখা ভালো, এই মেসেঞ্জার রুমের ভিডিও কল এন্ড টু এন্ড এনক্রিপ্টেড নয় !
আর এখনও পর্যন্ত বিশ্বের কয়েকটি দেশেই লঞ্চ করা হয়েছে এই ফিচার। এবং ক্রমশ তা বাকি দেশ গুলিতেও ছড়িয়ে দেওয়া হবে।