নতুন ফিচার আনলো Apple! আই ফোন মাস্ক পরা অবস্থাতেও হবে ফোন আনলক !

Apple রিলিজ করলো লেটেস্ট বিটা ভার্সান iOS 13.5। এই আপডেটের সাহায্যে ইউজাররা তাদের আই ফোন মাস্ক পরেই ফেস আই.ডি. ইউস করে আনলক করতে পারবে।

কেমন করে কাজ করবে ফিচারটি ?

যখন Apple ইউসার মাস্ক পরে থাকবেন তখনই ফেস আর রিকগনিশন করবেনা ফোনটি, আনলক করতে হবে পাসকোড দিয়ে।

হ্যাঁ, মাস্ক পরা অবস্থায় ফেস আইডি টুল কাজ করবেন,আনলক হবেনা ঠিকই কিন্তু আনলক মোড চেঞ্জ হয়ে যাবে।

কোন ইউজাররা পাবে এই লেটেস্ট ফিচার ?

Apple এখনো বলেনি কবে লেটেস্ট বিটা ভার্সান iOS 13.5 এর ফিনালাইজেশন করা হবে এবং পাবলিক রিলিজ করা হবে।

যদিও বলে রাখা ভালো, সকল বিটা ভার্সানের ফিচার যে পাবলিক রিলিজ হয় তা নয়। এই সময় দরকার বলে ফিচারটি আনা হয়েছে।

iOS 13.5 তে কোভিড-19 ট্র্যাকিং নিয়েও কাজ করা হয়েছে।

এই API ব্যবহার করে ট্যাকেল করা যাবে ওই ব্যক্তি কোনো করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিল কিনা।

কেন আনা হলো এই ফিচার?

অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিলো শুধু ফেস আনলক করার জন্য অনেক ইউসার মাস্কটি খুলে আনলক করছিলো।

এতে তো মাস্ক পরার উদ্দেশ্যটিই পূরণ হচ্ছেনা, কারণ যখন তখন মাস্ক খুললে ওই মাস্কটি আর কোনো কাজ করেনা।

এই জন্যই এই লেটেস্ট ফিচার আনলো Apple যাতে মানুষ ফেস আনলক ইউসের জন্য মাস্ক না খোলেন।