বিশ্ববাজারে টেক নিউস রিপোর্টারদের এখন একটাই আলোচনা, মি ব্যান্ড 4 এর সাক্সেসর মি ব্যান্ড 5 এর ফিচার কি কি হবে।
প্রায় দুই সপ্তাহ আগে, শাওমি-সমর্থিত হুয়ামি প্রকাশ করেছে যে এই মি ব্যান্ড 5 এই বছরের শেষের দিকে পাওয়া যাবে এবং এটি শাওমি এবং হুয়িমাই যৌথভাবে তৈরি করেছে।
আমরা ইতিমধ্যে অনেক সাইটে গুজব শুনেছি।
এখন, Slashleaks শাওমি এমআই ব্যান্ড 5-এর কয়েকটি ছবি অনলাইনে লিক করেছে, যদিও কিছু চীনা Tipster এগুলিকে নকল বলে দাবি করছে।
কি কি ফিচারস থাকে মি ব্যান্ড 5 এ?
GizmoChina এর রিপোর্ট অনুসারে, এই শাওমি মি ব্যান্ড 5 তে পাওয়া যাবে 1.2-ইঞ্চির একদম-নতুন ওভাল পাঞ্চ-হোল ডিসপ্লে।
পাঞ্চহোলটিতে থাকতে পারে ক্যামেরা । তবে কেউ কেউ এটিকে ক্যাপাসিটিভ টাচ বাটন হিসাবে প্রত্যাশা করছেন।
ওই ছবিতে দেখা যায় ব্যান্ড 5 এ ধূসর রঙের স্ট্র্যাপ।
আরও জানুন : ঠিক যেন ভবিষ্যতের ওয়াচ ! দেখেনিন Amazfit X এর অবাক করা ফিচার গুলি !
আর আগের এক রিপোর্টে জানা যায়,মি ব্যান্ড ফাইভে থাকবে অ্যাডাপটিভ সুপার অ্যামোলেড ডিসপ্লে।
গ্লোবাল এমআই ব্যান্ড ফাইভ এন.এফ.সি সাপোর্ট করবে অর্থাৎ এটি দিয়ে কন্টাক্টলেস পেমেন্ট করা যাবে।
গুগোল পে, অ্যামাজন পে ইত্যাদির মত পেমেন্ট সার্ভিস গুলো সাপোর্ট করবে এই ব্যান্ডে।
এতে হার্ট-রেট আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাপার ব্যাবস্থা করা হবে যাতে আরো অ্যাকুরেট হয়।