করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে এবার এগিয়ে এলো টিকটক ! নিয়ে এলো দারুন একটি ফিচার !

বিশ্বের অন্যান্য কোম্পানিগুলোর মতোই এবার করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে এলো টিকটক ! নিয়ে এলো দারুন একটি ফিচার !

এর আগেও আমরা দেখেছিলাম টিকটক তাদের প্লাটফর্মে নিয়ে আসছি ডোনেশন স্টিকার !

করোনাভাইরাস সম্পর্কিত ভুল তথ্য যাতে এই জনপ্রিয় ভিডিও পোস্টিং অ্যাপ্লিকেশনের ছড়িয়ে না পড়ে, তাই এবার এক নতুন পদক্ষেপ নিল তারা।  

কি পদক্ষেপ নিলো টিকটক ?

এবার টিকটকে যদি কোন ভুল বা বিভ্রান্তিকর ভিডিও দেখতে পান । তাহলে আপনি সরাসরি রিপোর্ট করবেন । এই ফিচারটির নাম তারা দিয়েছে মিসলিডিং ইনফর্মেশন । 

কিভাবে এই ফিচারটিকে ব্যবহার করবেন ?

আপনি যদি টিকটক এ এমন কোন ভিডিও দেখেন যা করোনা ভাইরাস সম্পর্কে ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে । 

তাহলে সেই ভিডিও শেয়ার অপশনে ক্লিক করুন

তারপর ক্লিক করুন রিপোর্টে । 

সেখান থেকে পেয়ে যাবেন মিসলিডিং ইনফর্মেশন । 

আরও জানুন : এবার আপনি অ্যামাজন ও ফ্লিপকার্টে অর্ডার দিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন ! থাকছে কিছু নিয়ম । জেনে নিন বিস্তারিত ।

তারপর থাকবে কোভিড 19 মিস ইনফর্মেশন । 

তারপরে পেয়ে যাবেন সাবমিট বাটন

টিকটকের তরফ থেকে বলা হচ্ছে তারা এই রিপোর্টগুলো কে অত্যন্ত গুরুত্বসহকারে ফ্যাক্ট চেক করবে।

 করোনা ভাইরাসের বিষয়ে তারা আরও গুরুত্ব সহকারে পর্যালোচনা করবে তারা।

নিঃসন্দেহে টিকটকের এই পদক্ষেপ করোনা ভাইরাসের বিরুদ্ধে ফেক নিউজ ছড়ানো আটকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।