এবার আপনি অ্যামাজন ও ফ্লিপকার্টে অর্ডার দিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন ! থাকছে কিছু নিয়ম । জেনে নিন বিস্তারিত ।

সরকারের তরফ থেকে এবার ইকমার্স চালু করে দেওয়ার কথা ঘোষণা করা হলো । এবং এইটা করা হবে শুধুমাত্র গ্রীন জোন এবং অরেঞ্জ জোন গুলিতে ! অর্থাৎ এবার আপনি অ্যামাজন ও ফ্লিপকার্টে অর্ডার দিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন !

এটা আলাও করা হবে 4মে থেকে ।

রেড জোন গুলিতে কোনরকম ডেলিভারি দেওয়া হবে না এখনই !

ইতিমধ্যে লকডাউন এক্সটেন্ড করা হয়েছে 17 মে পর্যন্ত !

তার মধ্যেই এইটা খুশির খবর নিয়ে এলো সবার মধ্যেই ।

কারণ অনেকেই অনেক প্রয়োজনীয় জিনিস এবার অর্ডার দিতে পারবেন ।

অ্যামাজন ও ফ্লিপকার্টে অর্ডার দিলেও কি কি সাবধানতা অবলম্বন করবেন ?

তবে অর্ডার দিলেও কিছু সাবধানতা অবশ্যই আপনি অবলম্বন করবেন।

আরও জানুন : ভারতে শাওমি শুরু করে দিলো প্রোডাক্ট বিক্রি ! কি কি প্রোডাক্ট পাবেন ? জেনে নিন বিস্তারিত !

সোশ্যাল ডিস্টানসিং বজায় রাখা, কোন গেদারিং না করা, নিজের হাত সব সময় পরিষ্কার রাখা, স্যানিটাইজার ব্যবহার করা ইত্যাদি অবশ্যই মেনে চলুন।