এবার হোয়াটসঅ্যাপ এ আরও বেশি জনের সাথে করতে পারবেন গ্রুপ কল । জেনে নিন কীভাবে !

বেশ কিছুদিন আগে থেকেই এই বিষয়ে গুজব শোনা যাচ্ছিল । সেই গুজব সত্যি হল। অবশেষে হোয়াটসঅ্যাপ বৃদ্ধি করল গ্রুপ কলিং পার্টিসিপেন্টদের পরিমাণ । 

চলুন হোয়াটসঅ্যাপ এই বিষয়ে আমরা জেনে নিই বিস্তারিত ! 

এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে লিমিটেশন ছিল মাত্র চারজন ।

অর্থাৎ একসাথে চার জন মিলে গ্রুপ কল করতে পারতেন।

সেই চারজন থেকে এখন সেই লিমিট বেড়ে হল আট জন

অর্থাৎ আপনি এখন আপনার সাথে সাতজনকে যোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ কলের জন্য ।

এবং একসাথে তাদের সাথে অডিও বা ভিডিও দুই ধরনের কলই করতে পারবেন ।

তবে এখনও পর্যন্ত সমস্ত ইউজারদের জন্য এই ফিচার কার্যকারী হয়নি ।

আস্তে আস্তে সবার মধ্যেই এই ফিচার এনে দেবার জন্য কাজ করে যাচ্ছে হোয়াটসঅ্যাপ । 

তাই এখনই আপনার হোয়াটসঅ্যাপে এই  সুবিধা না পেলেও খুব শীঘ্রই আপনি পেয়ে যাবেন । 

কীভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপের এই নতুন সুবিধা ?

হোয়াটসঅ্যাপ এর নতুন ফিচারটি ব্যবহার করার জন্য প্রথমেই যে গ্রুপে গিয়ে আপনি ভিডিও কল করতে চান সেই গ্রুপটিকে ওপেন করে নিন। 

এবং তারপর সেখানে ডান দিকে একদম উপরে কল আইকনটিতে ক্লিক করুন ।

তারপর সেখান থেকে আপনি পার্টিসিপেন্টস বেছে নিতে পারবেন ।

এই সুবিধা যদি আপনার স্মার্টফোনে এনেবেল হয়ে যায় তাহলে আপনি আপনার সাথে আরো সাতজনকে অ্যাড করে নিতে পারবেন।

এবং প্রয়োজন অনুযায়ী আপনি তাদের সাথে অডিও বা ভিডিও কল করতে পারবেন ।

নিঃসন্দেহে এই ফিচারটি সবার জন্যই খুব প্রয়োজন হবে এই লকডাউন এর পরিস্থিতির জন্য।