মাত্র কিছুদিন আগেই কাপলদের জন্য নতুন একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করে সবাইকে চমকে দিয়েছিল ফেসবুক ।
এবার আরও একটি নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করল এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট ।
আর এবার তাদের টার্গেট গেম স্ট্রিমিং প্লাটফর্ম গুলি !
লকডাউন এর জন্য সাংঘাতিক রকমভাবে জনপ্রিয়তা বেড়ে গেছে গেমিং ইন্ডাস্ট্রির । আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে গেম স্ট্রিমিং এর পরিমাণও।
এই নতুন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুক সেই বাজার টিকেই ধরতে চাইছে । আর এগিয়ে যেতে চাইছে আমাজনের টুইচ গেম স্ট্রিমিং প্লাটফর্মের থেকে।
এই অ্যাপ্লিকেশনের নাম ফেসবুক গেমিং । এই অ্যাপের সাহায্যে সরাসরি লাইভ স্ট্রিমিং দেখা যাবে অন্যান্য গেমারদের ।
এছাড়াও আপনি যদি তাদের সাথে গেমে পার্টিসিপেট করতে চান সেটাও খুব সহজেই করা যাবে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে ।
আরও জানুন : এবার হোয়াটসঅ্যাপ এ আরও বেশি জনের সাথে করতে পারবেন গ্রুপ কল । জেনে নিন কীভাবে !
এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েডের জন্য ফেসবুক গেমিং অ্যাপ্লিকেশনটি লঞ্চ করা হয়েছে।
আর পর্যন্ত শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্লাটফর্মেই এর ডাউনলোড সংখ্যা ছাড়িয়েছে 50 লক্ষেরও বেশি ।
আইওএস এর জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপের কাজ চলছে ।
ফেসবুক গেমিং অ্যাপ্লিকেশন টিকে ডাউনলোড করতে ক্লিক করুন এখানে ।
তারপর আপনার ফেসবুক একাউন্টের মাধ্যমে আপনি সাইন আপ করে নিতে পারবেন এবং উপভোগ করতে পারবেন অ্যাপ্লিকেশনের ফিচার গুলিকে।