করোনা ভাইরাস এর বিরুদ্ধে লড়তে বিশ্বের সমস্ত টেক কোম্পানি গুলি কোন না কোনভাবে এগিয়ে এসেছে। অ্যাপল, টুইটার এগিয়ে এসেছে আগেই ।
এবং সাহায্য করে চলেছে পৃথিবী জুড়ে তাদের ইউজারদের।
এই বিষয়ে আরও একধাপ এগিয়ে গেল অ্যামাজন ।
এবার আপনি অ্যালেক্সা কে সরাসরি করোনা ভাইরাস সম্পর্কিত যেকোন প্রশ্ন জিজ্ঞাসা করলে তার উত্তর পেয়ে যাবেন ।
শুধুমাত্র তাই নয় । এখন ঘরে সময় কাটানোর জন্য অনেক ফান এক্টিভিটিস পেয়ে যাবেন অ্যালেক্সা র থেকে।
আরও জানুন : ভারতের বাজারে মি নিয়ে এলো অভিনব এক রোবট ! এর কাজ বিস্ময়কর !
তাকে বলিউডের কুইজ শুরু করতে বলতে পারবেন বা আপনার সাথে খেলতে বলতে পারবেন ট্রুথ ওর ডেয়ার !
আর আপনি যদি ঘরে বসে ফিট থাকতেও চান। তাহলে ফিটনেস সংক্রান্ত প্রশ্নেরও উত্তর দেবে অ্যালেক্সা ।
প্রয়োজনে আপনার ওয়ার্কআউটকে আরও ইন্সপায়ার করতে বাজাবে আপনার পছন্দের ওয়ার্কআউট প্লেলিস্ট !
তাই আপনার যদি অ্যালেক্সা থাকে তাহলে তাকে এইভাবে ব্যবহার করুন । আর মজা নিন।