ভারতে লঞ্চ হয়ে গেল ইউটিউব প্রিমিয়াম এবং ইউটিউব মিউজিক প্রিমিয়ামের বার্ষিক প্ল্যানস, এখনই দেখেনিন বিস্তারিত

ইতিমধ্যে আমরা ইউটিউবের এক মাস এবং তিন মাসের সাবস্ক্রিপশন প্ল্যানগুলি উপভোগ করে এসেছি। তবে অনলাইন ভিডিও ওয়াচিং প্লাটফর্ম ইউটিউব (YouTube) সদ্য ভারতের বাজারে লঞ্চ করে দিল ইউটিউব প্রিমিয়াম (YouTube Premium) এবং ইউটিউব মিউজিক প্রিমিয়াম (YouTube Music Premium)-এর বার্ষিক প্ল্যানস। এমনটাই জানা গেছে 9to5Google-এর তরফ থেকে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক খুঁটিনাটি। 

কোন কোন দেশে লঞ্চ হয়েছে এই প্ল্যানস?

সূত্র মারফত জানা গেছে ভারত সহ রাশিয়া, জার্মানি, থাইল্যান্ড, ব্রাজিল, কানাডা, জাপান, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়ে গেছে এক বছরের বৈধতা যুক্ত ইউটিউব প্রিমিয়াম এবং ইউটিউব মিউজিক প্রিমিয়াম বার্ষিক প্ল্যানস। অর্থাৎ এই সমস্ত দেশে প্ল্যান্সগুলি কেনার জন্য উপলব্ধ।

যেহুতু 365 দিনের এটি প্রথম নতুন প্ল্যান। তাই লঞ্চ অফার হিসাবে YouTube প্রাথমিকভাবে এই বার্ষিক প্ল্যানে ছাড়ের কথা ঘোষণা করেছে। অর্থাৎ ইউজাররা তাদের Android ডিভাইস থেকে বা Web-এর মাধ্যমে বার্ষিক প্ল্যান একটিভ করতে পারবেন।

কত টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে?

গ্রাহকরা আগামী 23 শে জানুয়ারি পর্যন্ত YouTube Premium প্ল্যানস সাবস্ক্রিপশন করতে পারবেন $107.99 অর্থাৎ ভারতীয় মুদ্রায় 1,159 টাকাতে। অন্যদিকে YouTube Music Premium $89.99 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে 889 টাকায় পাওয়া যাবে। 

জেনেনিন : লঞ্চ হয়ে গেল Garmin Venu 2 Plus Smartwatch, পাওয়া যাবে দুর্দান্ত ফিচার্স, এখনই জেনেনিন খুঁটিনাটি

এই অফার শেষ হয়ে গেলে এর জন্য কত টাকা খরচ করতে হবে?

অফার শেষ হলে ভারতের বাজারে এই বার্ষিক প্ল্যানের জন্য ঠিক কত খরচ করতে হবে তা সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি। যেহুতু YouTube Premium এবং YouTube Music Premium মাসিক খরচ যথাক্রমে $11.99 এবং $9.99। তাই 9to5Google দাবী করছে অফার শেষে সাধারণত YouTube Premium দাম $119.99 এবং YouTube Music Premium দাম $99.99 কাছাকাছি হতে পারে। 

iOS ব্যবহারকারীরা কি এই সুবিধা উপভোগ করতে পারবে?

এক্ষেত্রে আপনাদের জানাবো ইউটিউব অবশ্য এখনও iOS ডিভাইসের জন্য এই সুবিধা প্রদান করেনি। তাই iPhone এবং iPad ব্যবহারকারী যারা বার্ষিক সাবস্ক্রিপশন কিনতে চান তারা এটি পাবেন না। তবে কম্পিউটার বা মোবাইলের সাহায্যে Web- ব্রাউজারের ম্যাধমে এটি কিনতে পারা যাবে।

বর্তমানে যারা ইউটিউব প্রিমিয়াম বা ইউটিউব মিউজিক প্রিমিয়াম প্ল্যান একসেস করছেন তাদের কি করতে হবে?

চিন্তার কোন কারণ নেই। ভারতের গ্রাহকরা যারা 1 মাস বা 3 মাসের প্রিপেইড প্ল্যানে অন্তর্ভুক্ত আছেন তাদের প্রিপেইড প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি সেই সমস্ত সাবস্ক্রাইবারকে বার্ষিক প্ল্যানে স্থানান্তরিত করা হবে। YouTube- এমন উদ্যোগ সম্বন্ধে আপনার কি মতামত? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!