লঞ্চ হয়ে গেল Garmin Venu 2 Plus Smartwatch, পাওয়া যাবে দুর্দান্ত ফিচার্স, এখনই জেনেনিন খুঁটিনাটি

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল আরও একটি নতুন স্মার্টওয়াচ। সদ্য লঞ্চ হয়ে গেল Garmin Venu 2 Plus স্মার্টওয়াচ। চলুন এক নজরে স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট সম্বন্ধে জেনে নেওয়া যাক।

Garmin Venu 2 Plus স্পেসিফিকেশন্স কেমন?

এই স্মার্টওয়াচের মধ্যে রয়েছে 416 x 416 Pixels রেজুলিউশন যুক্ত 1.3-Inch AMOLED Display। একই সাথে থাকছে 43mm Watchcase এবং 20mm Silicone Straps। তারই সঙ্গে পাওয়া যাবে ভয়েস কলিং ফেসালিটিও। পাবেন Google Assistant, Siri এবং Bixby ভয়েস অ্যাসিস্ট্যান্ট সুবিধা। 

এরই পাশাপাশি স্মার্টওয়াচের সাহায্যে যাবতীয় স্মার্টহোম ডিভাইসগুলি কন্ট্রোল করা যাবে বলে জানা গেছে। এছাড়াও থাকছে বিভিন্ন Indoor এবং Outdoor Workouts ফিচার্স। যার মধ্যে পাওয়া যাবে Heart Rate Variability ও Stress, Heart Rate Track, Blood Oxygen Saturation, Sleep, Pregnancy এবং Menstrual Cycle Tracking এর মত গুরুত্বপূর্ণ সুবিধাও।

জেনেনিন : মাত্র 8499 টাকায় 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হয়ে গেল Tecno POP 5 Pro স্মার্টফোন, এখনই দেখেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট বিস্তারিত ভাবে

এখানেই শেষ নয় রয়েছে 25 টারও বেশি স্পোর্টস মোডস। আরও থাকছে Bluetooth কানেক্টিভিটির সুবিধা। যা iOS এবং Android ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। এছাড়াও স্মার্টফোনের যাবতীয় নোটিফিকেশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া আপডেট এবং ব্রেকিং নিউজগুলি এই স্মার্টওয়াচের সাহায্যে পরিদর্শন করা যাবে। জল থেকে রক্ষার জন্য থাকছে 5 ATM Water Resistance ফিচার্স।

এটি Garmin Connect App দ্বারা কন্ট্রোল করা যাবে। ডিভাইসটি Amazon Music, Spotify এবং Deezer স্ট্রিমিং সমর্থন করে। একই সাথে 650 টি গান এরমধ্যে ডাউনলোড করা সম্ভব। এছাড়াও পাওয়া যাবে Garmin Pay সুবিধাও। এতে ব্যবহৃত ব্যাটারি স্মার্টওয়াচ মোডে 9 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দেয়। তারই সাথে GPS এবং মিউজিক মোডে 8 দিন পর্যন্ত ব্যাটারি পারফরম্যান্স অফার করে। এটি 10 মিনিট চার্জে 1 দিন চলতে সক্ষম। এর ওজন মাত্র 51 গ্রাম।

দাম কত রাখা হয়েছে?

ইন্ডিয়ান মার্কেটে Garmin Venu 2 Plus স্মার্টওয়াচের দাম নির্ধারণ করা হয়েছে 46,990 টাকা। এটি Powder Grey, Cream Gold এবং Graphite Black এই তিনটে কালার অপশনে দেখা গেছে।

কিভাবে কিনবেন?

গ্রাহকরা এটি Flipkart, Amazon, Tata CLiQ, Tata Luxury, Synergizer এবং Garmin Brand স্টোর থেকে কিনে নিতে পারবেন। একইসঙ্গে সীমিত সময়ের জন্য অফলাইন স্টোর Helios, GBS এবং Croma থেকেও কেনা যাবে। কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টওয়াচ? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।