শাওমি শীঘ্রই তার 100 ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতাসম্পন্ন ফোন লঞ্চ করতে চলেছে। চাইনিজ মাইক্রো-ব্লগিং সাইট ওয়েইবো তে প্রকাশিত এক রিপোর্টে এমনি দাবি করেছেন ।
প্রসঙ্গত উল্ল্যেখ্য, শাওমি গত বছর মার্চ মাসে তার 100W সুপার চার্জ টার্বো ফাস্ট চার্জিং প্রযুক্তিটি প্রদর্শন করেছিল।
এই প্রযুক্তির মাধ্যমে মাত্র 17 মিনিটের মধ্যে 4,000 এমএএইচ ব্যাটারির একটি স্মার্টফোন চার্জ হয়ে যায়।
নভেম্বরে, শাওমি ইন্ডিয়া প্রধান মনু কুমার জেন বলেছিলেন যে সংস্থাটি ভারতে এই প্রযুক্তি শীঘ্রই নিয়ে আসবে। যদিও আমরা এর পরে আর কিছু শুনিনি।
ওয়েবো তে সম্প্রতি দাবি করা হয় যে কিছুদিনের মধ্যেই শাওমি স্মার্টফোন আসছে যা 100 ওয়াট ফাস্ট চারজিং সাপোর্ট করবে, যদিও ফোনটির নাম উল্লেখ করা হয়নি।
এক টিপষ্টার বলেছেন যে , স্নাপড্রাগণ 875 প্রসেসরটি 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আমরা আগেই জেনেছি স্নাপড্রাগণ 875 প্রসেসরসহ ফ্ল্যাগশিপ ফোনগুলি শাওমি 2021 সালে লঞ্চ করবে।
তাই স্পষ্টতই 2021এ আমরা এই অত্যাধুনিক প্রযুক্তি দেখতে পাবো বলে আশা করা যায়। এখনো অবধি কমারশিয়ালি রিলিজ হয়েছে এমন ফোনগুলোর মধ্যে ওপো এর একটি ফোনে হাইএস্ট 65W ফাস্ট চারজিং সাপোর্ট করে।
আরও জানুন : গুগল মিট আনতে চলেছে নতুন ফিচার, টক্কর হবে জুম, স্কাইপ, মাইক্রোসফট টিমসের মতো অ্যাপের সঙ্গে !
Realme X50 Pro and OPPO Find X2 সিরিজে এই প্রযুক্তি দেখা গেছে যাতে মাত্র 40 মিনিটে ফোন 0 টু 100 চার্জ হয়।
100W ফাস্ট চার্জারটির ব্যাটারির শেল্ফ লাইফটিতে কী ধরণের প্রভাব ফেলবে তা বর্তমানে বলা সম্ভব নয়।
তবে আমরা উৎসাহিত যে 2021 সালে ওয়্যারড চার্জিং স্পিড কেমন হবে তা দেখার জন্য।