শাওমি ইতিমধ্যেই স্মার্ট টিভি বাজারের একটি বিরাট অংশ দখল করে ফেলেছে।
মিড রেঞ্জের স্মার্টটিভি গুলির মধ্যে শাওমির টিভি গুলি এখন খুবই পরিচিত সবার কাছে।
ওয়ানপ্লাস যখন প্রিমিয়াম ফিচার সহ স্মার্ট টিভি লঞ্চ করল তখন শাওমি ঘোষণা করল তার প্রিমিয়াম স্মার্ট টিভি।
শাওমি ঘোষণা করেছে যে স্বল্প বাজেটের মধ্যে প্রিমিয়াম স্মার্টটিভি তারা শীঘ্রই লঞ্চ করতে চলেছে চায়নাতে।
খুব শীঘ্রই 2 রা জুলাই 120Hz ওলেড ডিসপ্লেসহ স্মার্ট টিভি লঞ্চ করবে চিনে।
এই টিভিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর ব্যবহার হবে ,তাই বলা যায় যে ইউজারদের ভিউয়িং এক্সপেরিয়েন্স এর মান বৃদ্ধি পাবে।
আরও জানুন : শাওমি ফোনে মাত্র 17 মিনিটে হবে ফুল চার্জ, কিভাবে দেখে নিন !
শাওমি এই টিভি সম্বন্ধে আর বিশেষ কিছু বলতে চাইনি তবে লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সকল ফিচার সম্বন্ধে জানবো।
শাওমি তাদের প্রিমিয়াম টিভি ইন্ডিয়াতেও লঞ্চের কথা ভাবছে ঠিকই, অ্যান্টি চায়না মুভমেন্ট এর দরুন এটি সম্ভব হবে কি তা এখন বলা সম্ভব নয়।
এই বিষয়টি না হয় আপনার ওপরই ছেড়ে দেয়া হোক যে আপনি শাওমির টিভি কিনতে চান না , অ্যান্টি-চায়না মুভমেন্ট অংশ নিয়ে সোনি বা এলজি এর মত অন্য প্রিমিয়াম টিভি কিনতে চান।