বিশ্বব্যাপী লকডাউন কার্যকর হবার সাথে সাথেই ভিডিও কলিং অ্যাপ্লিকেশন গুলির চাহিদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে কারণ মিটিং, শিক্ষাদান চলছে সবই অনলাইনে।
এরই মধ্যে জুমের মত অন্যতম সেরা অ্যাপগুলোর প্রাইভেসি নিয়ে বেশ কয়েক বার প্রশ্নের মুখে পড়তে হয়।
ইতিমধ্যেই গুগল মিট অ্যাপটি সকলের জন্য ফ্রি করে দেয় গুগল যাতে সুবিধা পান বহু গ্রাহক যারা জুমের অল্টারনেটিভ চাইছিলেন।
গুগল জানিয়েছেন তাদের গুগল মিটে ডেলি 100 মিলিয়ন মিটিং অনুষ্ঠিত হচ্ছে, যা তাদের এক বড় সাফল্য বলা চলে।
এবার গুগল মিট আনতে চলেছে নতুন ফিচার, টক্কর হবে জুম,স্কাইপ,মাইক্রোসফট টিমসের মতো অ্যাপের সঙ্গে।
কি কি সেই নতুন ফিচারস?
1. 49 জন পার্টিসিপ্যান্টস : আপাতত 16 জন একত্রে মিটিং করতে পারেন গুগল মিটে। গুগল নতুন UI তৈরি করছে যাতে 49 জন পার্টিসিপ্যান্টস একসাথে মিটিং করতে পারবেন।
2. ব্লারড এন্ড কাস্টমাইসড ব্যাকগ্রাউন্ড : জুম এবং অন্যান্য জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশনগুলির মতো, গুগল মিট শীঘ্রই আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ডটি অস্পষ্ট করতে বা এটি পুরোপুরি প্রতিস্থাপন করতে দেবে।
তবে বলে রাখা ভালো যে অ্যাডমিনরা চাইলে ফিচারটি অফ করে রাখতে পারেন।
3. রিয়েল টাইম ক্যাপশনিং: রিয়েল-টাইম পোলিংয়ের সাথে বড় মিটিংগুলিতে অংশগ্রহণকারীদের নিযুক্ত করা যাবে। আর তার সাথে থাকবে রিয়েল টাইম ক্যাপশনিং এর সুবিধাও !
4.লো লাইট মোড : ডার্ক রুমে এই ফিচারের মাধ্যমে অনায়াসে ভিডিও কলিং করা যাবে।
5.হ্যান্ড রাইসিং: অংশগ্রহণকারীদের যখন তাদের কাছে কোনও প্রশ্ন বা কিছু বলার থাকে তখন তাদের “হ্যান্ড রাইসিং” এর মাধ্যমে বৃহত্তর সভায় অংশ নেওয়া বৃদ্ধি করা যাবে।
আরও জানুন : জিও, এয়ারটেল, বিএসএনএল নিয়ে এল জুলাই মাসে নতুন প্ল্যান, ওয়াও !
6.ভয়েস কমান্ড : এর মাধ্যমে ভয়েসের মাধ্যমে মিটিংয়ে যোগদান করা যাবে বা লেফট হওয়া যাবে।
এই সমস্ত ফিচার গুলি এলে নিঃস্বন্দেহে গুগল মিট ইউজার দের মধ্যে অন্যতম জনপ্রিয়তা লাভ করবে। আপনি ভিডিও কলিং এর ক্ষেত্রে কোন Application ব্যবহার করা পছন্দ করেন ? অবশ্যই আমাদের জানান !