জিও ইউনিভার্সিটি শুরু করতে চলেছে জিও, 1000 কোটি ইনভেস্টমেন্ট নিয়ে

ভারতের বিশাল জনগোষ্ঠী একে বিশ্বজুড়ে অন্যতম শিক্ষাকেন্দ্রিক দেশ হিসাবে পরিচিত করেছে।

চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিশিষ্ট দেশগুলির সাথে পাল্লা দিয়ে উচ্চশিক্ষার ব্যাপক হারে প্রসার করে চলেছে ভারত।

বিশেষত মানবসম্পদ ও উন্নয়ন মন্ত্রনালয় দেশজুড়ে মানবতাসম্পন্ন শিক্ষাব্যবস্থার প্রসার করার জন্য বিভিন্ন কৌশল তৈরি করেছে।

টেলিযোগাযোগ শিল্প নেতা মুকেশ আম্বানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) বিশ্বের দরবারে বিরাট নাম অর্জন করেছেন।

মুকেশ আম্বানি বলেছেন সরকারের Empowered Expert Committee (EEC) কে প্রস্তাব দিয়েছেন যে তিনি 1,500 কোটি টাকা শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করতে চান।

ইকোনোমিক টাইমস এর এক রিপোর্টে বলা হয়েছে এই ইনভেস্টমেন্ট জিও ইউনিভার্সিটি বা জিও ইনস্টিটিউট নামে করা হবে।

এছাড়া,রিলায়েন্স ফাউন্ডেশন ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ (আরএফআইইআর) দ্বারা জিও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও আলোচনায় রয়েছে।

জিওর মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক ক্ষেত্রে জ্ঞান ও শিক্ষার বিকাশ ও প্রসার। এর জন্য ভারতের বিখ্যাত শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করা হবে।

আমেরিকা যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি; সিঙ্গাপুরের নান্যাং টেকনোলজিকাল বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের নর্থ-ওয়েস্টার্ন ইউনিভার্সিটির মতো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলির বিশিষ্ট ও সুপরিচিত বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহন করা হচ্ছে।

2021 থেকেই এই ইনস্টিটিউট চালু করার কথা ভাবছেন জিও কর্তা। ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী সুযোগ-সুবিধাসহ মুম্বাইতে 8০০ একর জমির বিস্তীর্ণ ক্যাম্পাসটি নির্মিত হবে।

কেমন হবে এই জিও ইউনিভার্সিটি ?

রেসিডেন্সিয়াল ক্যাম্পাস, হোস্টেল, গ্রিন পার্ক সমস্ত কিছুরই ব্যাবস্থা করা হবে এই ইনস্টিটিউটে। জিও বিশ্ববিদ্যালয়ের নির্মাণ মডেল আটলান্টা এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সেটআপগুলি দ্বারা অনুপ্রাণিত হয়েছে।

প্রমিনেন্ট স্টুডেন্টদের জন্য তৈরি এই ইউনিভার্সিটি আন্তঃবিষয়ক কোর্স প্রদান করবে।

আরও জানুন : জিও, এয়ারটেল, বিএসএনএল নিয়ে এল জুলাই মাসে নতুন প্ল্যান, ওয়াও !

সংবাদ সূত্রগুলি দাবি করেছে যে বিশ্ববিদ্যালয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা(AI), ডেটা সায়েন্স, আইন, ডিজাইন এবং যোগাযোগ, এবং অন্যান্য প্রাসঙ্গিক কোর্সের মতো কোর্স সরবরাহ করবে।

শিক্ষার্থীদের পরীক্ষাগারগুলিতে অত্যাধুনিক প্রযুক্তিও সরবরাহ করা হবে। গরিব কিন্তু মেধাবী শিক্ষার্থীদের সমান সুযোগ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে মেধা তালিকায় শীর্ষে থাকা পড়ুয়াদের 38 কোটি টাকা পুরষ্কার দেওয়া হবে।