গুগল 3D তে এবার থেকে পশুপাখি ছাড়াও দেখা যাবে আরও অনেক কিছু !

লকডাউনের সময় গুগল 3D ফিচারটি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যখন আমাদের বেশিরভাগ গৃহবন্দী ও আমাদের অবিচ্ছিন্ন বিনোদনের প্রয়োজন। গুগল 3D তে এর আগে অবধি বিভিন্ন পশুপাখি দেখা যেত ।

গুগল 3D তে এবার থেকে পশুপাখি ছাড়াও দেখা যাবে আর অনেক জিনিস।

কি কি দেখাবে গুগল 3D AR এফেক্ট ?

বাঘ, জায়েন্ট পান্ডা, লিওপ্যাড, ছাগল, চিতা, পোনি, বাদামী ভালুক, টিম্বার নেকড়ে, শিটল্যান্ডের পোনি, পাইথন, আরবীয় ঘোড়া, র্যাকুন, হেজহোগ এবং হরিণ-এইসকল প্রাণী 3D তে দেখা যাবে।

জলজ প্রাণীর মধ্যে ম্যালার্ড হাঁস, অ্যালিগেটর, দুর্দান্ত সাদা হাঙ্গর, অক্টোপাস, অ্যাঙ্গেলার ফিশ এবং সমুদ্রের কচ্ছপ এগুলিকে 3D AR এফেক্ট দেখা যাবে।

এটিতে এছাড়াও ম্যাকাউ, এম্পেরর পেঙ্গুইন এবং ঈগলের মতো পাখি দেখা যাবে।

পাশাপাশি গৃহপালিত পশু যেমন পোমেরিয়ানিয়ান, গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর, রোটওয়েলার, ফ্রেঞ্চ বুলডগ, পাজ এবং বিড়ালও দেখা যাবে।

নিউ ব্যালেন্স, নাসা, স্যামসুং, ভিসিবল বডি, ভলভো, টার্গেট আর ওয়েফেয়াররের মতো কোম্পানির সঙ্গে কাজ করে এবার গুগল আনলো নন-অ্যানিমেল সাবজেক্টস ।

আরও জানুন : সুবিধা পাওয়া যাবে ভিডিও কলে, হোয়াটসঅ্যাপ ওয়েব পাচ্ছে ম্যাসেঞ্জার রুমের সাপোর্ট !

নিল আর্মস্ট্রংকে এবার দেখবেন 3D তে।

কিভাবে গুগল 3D AR এফেক্ট ব্যবহার করা যায় ?

এই সার্ভিস ব্যবহার করার জন্য আপনর স্মার্ট ফোন থেকে গুগল সার্চ করুন উপরে দেওয়া যেকোনো জীবজন্তুর নাম দিয়ে।

তারপর নিচে সেই জীবটির ছবি দেখতে পাবেন এবং তার নিচে দেওয়া থাকবে View in 3D ! সেখানে ক্লিক করে 3D তে দেখতে পাবেন ।

এবং তার নিচে পাবেন View in Your Space । যেখানে ক্লিক করে সেই অ্যানিম্যাল টিকে আপনার ঘরের মধ্যে নিয়ে এসে দেখতে পাবেন ।