এবার সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড জিও প্লাটফর্মে শেয়ার কেনার কথা ভাবছে !

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ), যা বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিলগুলির মধ্যে একটি, জিও প্লাটফর্মে শেয়ার কেনার কথা ভাবছে।

এই ফান্ড 320 বিলিয়ন ডলারের বেশি এসেস্ট ম্যানেজ করে।

আর আগে ফেসবুক, সিলভার লেক আর ভিস্তা- এই তিন বৃহৎ সংস্থা জিওর সাথে পার্টনারশিপ করেছে।

এর ফলে জিও কোম্পানি তার টেকনোলজির উন্নয়ন আরো দ্রুত হবে।

আরেক সৌদি এন্টিটি, সৌদি আরমকো রিলায়েন্স পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল ব্যবসাতে 20% শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে।

আরও জানুন : পাসওয়ার্ড রাখুন ইলন মাস্কের ছেলের নামের মতো, মশকরা করে সতর্কতা মূলক টুইট স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার !

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাদের ওয়েবসাইটে জিওর ক্ষুদ্র পরিমান শেয়ার কেনার ইচ্ছে প্রকাশ করেছেন।

তবে বলে রাখা ভালো, এই সম্বন্ধে আলোচনা চলছে এবং লেনদেনের দিকে যাবে কি যাবেনা তা এখনো স্পষ্ট নয়।

এই পার্টনারশিপ যদি হয় তাহলে জিও আবার বুঝিয়ে দেবে বিশ্বের অন্যতম সেরা কোম্পানিগুলির নজর এখন RIL এর দিকে।