Xiaomi নিয়ে আসছে Xiaomi Mi 11 Lite NE, উঠে আসছে কিছু তথ্য, থাকবে গেমিংয়ের ক্ষেত্রেও চমক

xiaomi launched mi 11 lite lightest and slimmest smartphone specifications sale date launch offer
Xiaomi Mi 11 Lite (Image : Xiaomi)

Xiaomi-র পক্ষ থেকে Mi 11 Lite লঞ্চ করে দেওয়া হয়েছিল ভারতে আগেই। এবার এই Mi 11 Lite-এরই আরও এক নতুন ভার্সন লঞ্চ হতে চলেছে। পাওয়া যাচ্ছে এমন ইঙ্গিত। আর এই স্মার্টফোনটি নাম হতে চলেছে Xiaomi Mi 11 Lite NE।

ইতিমধ্যেই নানান সার্টিফিকেশন ওয়েবসাইটে স্মার্টফোনকে দেখতে পাওয়া যাচ্ছে এবং IMEI ডাটাবেসেও এই স্মার্টফোনকে দেখা গেছে Xiaomi Mi 11 NE নামে। এমনকি BIS সার্টিফিকেশন ওয়েবসাইটেও দেখতে দেখতে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন।  

আসছে Xiaomi Mi 11 Lite NE

ভারতে Xiaomi Mi 11 Lite লঞ্চ হয়েছে মাত্র এক মাসের বেশি কিছুদিন হল। এরইমধ্যে তারই নতুন এক ভার্সন নিয়ে আসতে চলেছে Xiaomi। BIS সার্টিফিকেশন ডেটাবেজ থেকে শুরু করে IMEI ডেটাবেসে এই স্মার্টফোনটিকে দেখতে পাওয়া গেছে। আর এই গ্লোবাল মডেল নাম্বার রয়েছে 2109119DG।

তবে এখনো পর্যন্ত স্মার্টফোনের কোন ছবি আমরা দেখতে পাইনি। পোল্যান্ডের লিক স্টার Kacper Skrzypek বলেছেন এই স্মার্টফোনটির কোড নেম রাখা হয়েছে ‘লিসা’। তিনি এটাও কনফার্ম করতে ভোলেননি যে এই স্মার্টফোনটিতে থাকবে Qualcomm Snapdragon 778G প্রসেসর। অর্থাৎ পাওয়া যাবে এর মধ্যে 5G এবং NFC সাপোর্ট। 

জেনেনিন : Vivo কাজ করতে পারে iPod এর মত এক স্মার্টফোন ডিজাইন নিয়ে, এর কনসেপ্ট হতবাক করবে আপনাকেও

আর সমস্ত কিছু দেখে মনে করা হচ্ছে 25,000 থেকে 30,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটির দাম থাকবে। গেমিং এর ক্ষেত্রে আপনি যদি ইন্টারেস্ট থাকেন সে বিষয়ে চমক থাকবে এই স্মার্টফোনে। এমনটাই মনে করা হচ্ছে। ডিভাইসের মধ্যে থাকতে পারে এমোলেড ডিসপ্লেও। 

শুধুমাত্র ভারতেই নয় এই স্মার্টফোনটিকে গ্লোবালি লঞ্চ করার বিষয়েও কাজ শুরু করে দিয়েছে শাওমি। কারণ ইতিমধ্যেই রাশিয়ার সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখতে পাওয়া গেছে এই ডিভাইসটি। এত সমস্ত কিছু জানা গেলেও এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি এই স্মার্টফোনটি কবে লঞ্চ হবে। তবে সেই লঞ্চ ডেট যে আর বেশি দেরি নেই, এসমস্ত সার্টিফিকেশন ওয়েবসাইটে এই স্মার্টফোনের অবস্থান দেখেই বোঝা যাচ্ছে সেটা।